Samsung Galaxy M54 5G মিডরেঞ্জে দমদার পারফরম্যান্স দেবে, আসছে Snapdragon 888 প্রসেসরের সাথে

By :  SUPARNA
Update: 2022-10-17 11:49 GMT

স্যামসাং (Samsung) ভারতের বাজারে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে গত এপ্রিল মাসে Galaxy M53 5G ফোনটি লঞ্চ করেছিল। আর কোম্পানি এর উত্তরসূরি Galaxy M54 5G মডেলটিকে শীঘ্রই উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। যদিও, স্যামসাংয়ের এই আপকামিং ৫জি ফোনের লঞ্চের সঠিক তারিখটি এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এবার একটি নতুন রিপোর্টে আসন্ন Samsung Galaxy M54 5G-এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইনটি প্রকাশ করার পাশাপাশি এর মূল স্পেসিফিকেশনগুলিও ফাঁস করা হয়েছে। চলুন তাহলে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Samsung Galaxy M54 5G-এর লঞ্চের সময়রেখা ও প্রধান স্পেসিফিকেশনগুলি

অ্যাপুয়ালস (Appuals) তাদের সাম্প্রতিক রিপোর্টে ইউটিউব চ্যানেল "দ্য পিক্সেল" (The Pixel)-এর উদ্ধৃতি দিয়ে দাবি করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এম৫৪ ৫জি ফোনটি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম দিকে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ফাঁস হওয়া লঞ্চের টাইমলাইন ছাড়াও, রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এই নয়া স্যামসাং হ্যান্ডসেটে সম্ভবত ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফ্রন্ট ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরের দিকে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। এছাড়া ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলেও জানা গেছে।

পারফরম্যান্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এম৫৪ ৫জি-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। যদি এটি সত্য হয়, তাহলে ফোনটি উৎকৃষ্ট মানের কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম হবে। স্যামসাং এখনও পর্যন্ত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০, স্ন্যাপড্রাগন ৭৭৮জি এবং স্ন্যাপড্রাগন ৭৩০-এর মতো চিপসেটগুলি ব্যবহার করেছে, যেগুলি বেশিরভাগই উচ্চ মধ্য-রেঞ্জের প্রসেসর। যদিও স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপটি দু'বছরের পুরনো, তবে আজও এটি বেশ শক্তিশালী চিপসেট। মেমরির ক্ষেত্রে, গ্যালাক্সি এম৫৪ ৫জি কমপক্ষে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Galaxy M54 5G-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স অবস্থান করবে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M54 5G ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটির দাম হতে পারে ১০ মিলিয়ন বা ১ কোটি ভিয়েতনামী ডলার, যা প্রায় ৩৪,০০০ টাকার সমান।

উল্লেখ্য, স্যামসাংয়ের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার, আর তাই দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এদেশে তাদের বেশিরভাগ স্মার্টফোনই লঞ্চ করেছে। এটা লক্ষ্যনীয় যে, ভারতে সম্প্রতি ৫জি পরিষেবা চালু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে স্যামসাং তাদের ফোনে শীঘ্রই ৫জি সক্ষম করার প্রতিশ্রুতি দিয়েছে। তাই এটা বোঝা যায় যে, কোম্পানি ভারতে শক্তিশালী স্পেসিফিকেশন সহ নতুন ৫জি ফোন লঞ্চ করতে উদ্যোগী হবে। যদিও M54 5G-এর পূর্বসূরি Galaxy M53 5G ভারতের বাজারে পা রাখেনি, তবে পূর্ববর্তী প্রজন্মের Galaxy M52 এদেশের বাজারে উপলব্ধ।

Tags:    

Similar News