১১ টাকায় কিনুন ১ লাখ টাকার Samsung Galaxy S22 Ultra, কোথায় এমন অফার
চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্ট Samsung তাদের Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘Galaxy Unpacked 2022’ লঞ্চ ইভেন্টে Samsung Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra – এই তিনটি ফোন মার্কেটে পা রেখেছে। এই তিনটি প্রিমিয়াম স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দামি হ্যান্ডসেটটি হল Samsung Galaxy S22 Ultra, যেটিকে ভারতে ১,০৮,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। চলতি সময়েও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনটি কিনতে হলে ইউজারদেরকে মোটামুটি এই টাকাই ব্যয় করতে হয়। কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমন একটি দারুণ অফারের কথা জানাতে চলেছি, যার সুবাদে লক্ষাধিক টাকার এই প্রিমিয়াম স্মার্টফোনটিকে মাত্র ১১ টাকায় পকেটস্থ করতে পারবেন ক্রেতারা!
কি, বিশ্বাস হচ্ছে না? ভাবছেন নিশ্চয়ই আমরা কোনো রসিকতা করছি? আজ্ঞে না, শুনে কিঞ্চিৎ অবিশ্বাস্য বলে মনে হলেও কথাটা কিন্তু ১০০% খাঁটি সত্যি। প্রকৃতপক্ষেই হালফিলে মাত্র ১১ টাকায় স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনটিকে নিজেদের হাতের মুঠোয় পেতে সক্ষম হবেন ক্রেতারা, তবে এর জন্য তাদেরকে ক্রেড (Cred) অ্যাপের দ্বারস্থ হতে হবে। আসলে চলতি সময়ে ইউজারদেরকে এই বাম্পার অফারটি প্রদান করছে ক্রেড অ্যাপ। ক্রেড তার ব্যবহারকারীদের ১১:১১ ড্রপস ক্যাম্পেইনের (11:11 drops campaign) অংশ হিসেবে মাত্র ১১ টাকায় স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনটি কেনার সুযোগ দিচ্ছে। এর সুবাদে ক্রেড অ্যাপ ইউজাররা এই অ্যাপ মারফত কেনাকাটা করে মাত্র ১১ টাকায় গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনটি জিতে নিতে পারবেন। তবে সবাই এই সৌভাগ্যের দাবিদার হওয়ার সুযোগ পাবেন না, কারণ এই অফারটি সীমিত সংখ্যক ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
Samsung Galaxy S22 Ultra-র ফিচার এবং স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে একগুচ্ছ আকর্ষণীয় তথা নজরকাড়া ফিচারের দেখা মিলবে। এই হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস (৩,০৮৮ ×১,৪৪০ পিক্সেল) ২এক্স অ্যামোলেড ডিসপ্লে, যা ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ (DCI-P3) কালার কভারেজ এবং ১,৭৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া, সিকিউরিটির জন্য ডিভাইসটির স্ক্রিনের মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। সেইসাথে এই ফোনে রয়েছে এস পেন (S Pen) সাপোর্ট। আইপি৬৮ রেটিংপ্রাপ্ত এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Snapdragon 8 Gen 1) প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। উল্লেখ্য যে, স্যামসাং কিন্তু ফোনটির বক্সের মধ্যে কোনো চার্জার দেয় না।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S22 Ultra ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম এবং এফ/২.৫ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং ১০এক্স অপটিক্যাল জুম এবং এফ/৪.৯ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। উল্লেখ্য যে, Samsung ইতিমধ্যেই Galaxy S22 Ultra-র জন্য অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) আপডেট রোলআউট করেছে।