এক বা দু'হাজার নয়, Samsung Galaxy S24 Ultra ফোনের দাম 38 হাজার কমলো, রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা 5G এর 256GB মডেলটির আসল দাম 1,34,999 টাকা। তবে 2025 সাল শুরু হওয়ার আগেই এর উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। এই প্রিমিয়াম স্মার্টফোন 28% ছাড়ের সাথে বিক্রি হচ্ছে।

Update: 2024-12-13 05:47 GMT

স্মার্টফোন বিভাগে স্যামসাংয়ের বর্তমানে সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ফোন রয়েছে। Samsung Galaxy S23 Ultra 5G এবং Samsung Galaxy S24 Ultra 5G কোম্পানির সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। উভয় ডিভাইসে পাওয়া যাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা। তাই আপনি যদি ক্যামেরা কেন্দ্রিক কোনো ফ্ল্যাগশিপ ফোন খোঁজ করে থাকেন তাহলে এদের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন। আর এই সময়ে, আপনি সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা 5G।

ফোনটির 256GB ভ্যারিয়েন্টের দাম অনেকটাই কমে গেছে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন এই স্মার্টফোনের উপর লোভনীয় অফার দিচ্ছে, যারপর এটি অনেক সস্তায় কেনা যাচ্ছে। আসুন এর সাথে কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Ultra 5G এর দাম কমেছে

স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা 5G এর 256GB মডেলটির আসল দাম 1,34,999 টাকা। তবে 2025 সাল শুরু হওয়ার আগেই এর উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। এই প্রিমিয়াম স্মার্টফোন 28% ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। এরপর আপনি এটি মাত্র 96,690 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ ফ্ল্যাট ডিসকাউন্ট অফারে আপনি প্রায় 38 হাজার টাকা সাশ্রয় করতে পারবেন।

এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও দিচ্ছে অ্যামাজন। মাসে মাসে ইএমআই দিয়ে ডিভাইসটি কিনতে 4353 টাকা দিতে হবে। এক্সচেঞ্জ অফারের কথা বললে, আপনি পুরানো ফোন বিনিময় করে 27 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।

Samsung Galaxy S24 Ultra 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা 5G চলতি বছরে অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছে। এতে টাইটানিয়াম ফ্রেমের সাথে পিছনে গ্লাস ডিজাইন উপস্থিত। সংস্থাটি এতে এলটিপিও অ্যামোলেড প্যানেল দিয়েছে। ডিসপ্লেটি 120Hz এর রিফ্রেশ রেট এবং 2600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এরফলে উজ্জ্বল সূর্যের আলোতেও অনায়াসে এই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা 5G ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এতে আপনি সাত বছরের জন্য ওএস আপডেট পাবেন। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত র‌্যাম এবং 1 টিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফটোগ্রাফির জন্য রিয়ার প্যানেলে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 200+18+50+12 মেগাপিক্সেলে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News