3 বছরের ওয়ারেন্টি সহ বিশেষ সুবিধা, Samsung Galaxy S24 Ultra ও Galaxy S24 Enterprise Edition লঞ্চ হল
স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা ও গ্যালাক্সি S24 এন্টারপ্রাইজ এডিশনে নক্স স্যুটের 12 মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া এদের ফিচার রেগুলার মডেলের মতোই। বেস মডেলে ভাল পারফরম্যান্সের জন্য Exynos 2400 চিপসেট ব্যবহার করা হয়েছে।
চলতি বছরের শুরুতে বাজারে এসেছিল স্যামসাং XCover 7 এন্টারপ্রাইজ এক্সক্লুসিভ স্মার্টফোন। আর আজ বছরের শেষ লগ্নে এসে Samsung ভারতে লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ Galaxy S24 ও Galaxy S24 Ultra স্মার্টফোনের এন্টারপ্রাইজ এডিশন। এই বিশেষ সংস্করণে সাধারণ গ্যালাক্সি S24 এবং গ্যালাক্সি S24 আল্ট্রা মডেলের মতোই ফিচার রয়েছে। আর উভয় ডিভাইসে গ্যালাক্সি এআইয়ের মতো ফিচার পাওয়া যাবে, যারমধ্যে আপনি লাইভ ট্রান্সলেট, সার্কেল টু সার্চ উইথ গুগল, নোট অ্যাসিস্ট এবং ইন্টারপ্রেটারের মতো ফিচার পাবেন।
Samsung Galaxy S24 Ultra এবং Galaxy S24 Enterprise Edition এর ভারতে দাম ও প্রাপ্যতা
স্যামসাং গ্যালাক্সি S24 এন্টারপ্রাইজ এডিশন এর 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 78,999 টাকা। এটি অনিক্স ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আর স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা এন্টারপ্রাইজ এডিশন এর 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 96,749 টাকা। এটি টাইটেনিয়াম ব্ল্যাক কালারে এসেছে। স্যামসাং কর্পোরেট+ পোর্টালে গিয়ে এই দুটি ফোন কেনা যাবে। ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে এদের সাথে।
Samsung Galaxy S24 Ultra এবং Galaxy S24 Enterprise Edition এর ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা ও গ্যালাক্সি S24 এন্টারপ্রাইজ এডিশনে নক্স স্যুটের 12 মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া এদের ফিচার রেগুলার মডেলের মতোই। বেস মডেলে ভাল পারফরম্যান্সের জন্য Exynos 2400 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 10 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং একটি 12 মেগাপিক্সেল লেন্স।
গ্যালাক্সি S24 সিরিজের এন্টারপ্রাইজ এডিশনে 7 বছর ধরে সিকিউরিটি প্যাচ এবং অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়া যাবে। আবার ডিভাইস দুটি 3 বছরের ওয়ারেন্টি অফার করবে। যদিও এদের ব্যাটারি ওয়ারেন্টি 12 মাস পর্যন্ত।
গ্যালাক্সি S24 আল্ট্রা এন্টারপ্রাইজ এডিশনে 6.8 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 2500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে, এই ফোনে 200MP প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। সাথে পাওয়া যাবে 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল সেন্সর এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফির জন্য এতে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।