Samsung এর দামি দামি ফোন কিনুন অতি সস্তায়, ফ্ল্যাগশিপ ফোনে বাম্পার ছাড় Amazon সেলে

By :  ANKITA
Update: 2024-09-25 05:18 GMT

আপনি কি Samsung ফোনের ভক্ত? তাহলে আপনার জন্য সুখবর। আসলে আসন্ন পুজো সেলে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটির স্মার্টফোন অনেক কম দামে কেনা যাবে। বিশেষ করে সংস্থার প্রিমিয়াম ফোনগুলি Amazon Great Indian Festival সেলে সবচেয়ে কম দামে কেনা যাবে। এরমধ্যে রয়েছে Samsung Galaxy S24 Ultra 5G, Galaxy S23 Ultra 5G, Galaxy Z Fold 6 5G, Galaxy Z Flip 6 5G।

অ্যামাজন সেলে Samsung এর প্রিমিয়াম ফোনে অফার

Samsung Galaxy S24 Ultra 5G

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি লঞ্চের পর সবচেয়ে কম দামে কেনা যাবে। এই লেটেস্ট স্মার্টফোনে গ্যালাক্সি এআই ফিচার উপস্থিত এবং এতে ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটির দাম ১,২১,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফার সহ ডিভাইসটি ১,০৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

Samsung Galaxy S23 Ultra 5G

ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে এবং S-Pen সাপোর্ট সহ আসা Samsung Galaxy S23 Ultra 5G ফ্ল্যাগশিপ ফোনটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৭৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হবে। তবে ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্টের মাধ্যমে এটি আরও কমে অর্থাৎ ৬৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

Samsung Galaxy Z Fold 6 5G

স্যামসাংয়ের এই লেটেস্ট ফোল্ডেবল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ও গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন রয়েছে। অ্যামাজনের আসন্ন‌ সেলে ১,৪৯,৯৯৯ টাকায় এই ডিভাইসটি কেনা যাবে।

আরও পড়ুন : ব্যাটারি ও চার্জিংয়ের পাওয়ারহাউস! স্মার্টফোন জগতের নতুন সুপারস্টার OnePlus 13

Samsung Galaxy Z Flip 6 5G

আপনি যদি ১ লাখ টাকার মধ্যে ফোল্ডেবল ফোন খুঁজে থাকেন তাহলে Samsung Galaxy Z Flip 6 5G কিনতে পারেন। অ্যামাজন সেলে এটি সর্বনিম্ন ৯৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ফ্লেক্স-ক্যাম এবং গ্যালাক্সি এআই ফিচার উপস্থিত।

Tags:    

Similar News