পপ আপ ক্যামেরার সাথে TCL ভারতে আনলো নতুন 4K স্মার্ট টিভি, অ্যাপের দ্বারা হবে নিয়ন্ত্রণ
ভারতে স্মার্ট টিভির চাহিদার কথা মাথায় রেখে TCL তাদের নতুন টিভি সিরিজ লঞ্চ করলো। নতুন এই টিভি সিরিজের নাম TCL P715। এই সিরিজের বড় আকর্ষণ হল পপ আপ ক্যামেরা ও 4K ডিসপ্লে। এছাড়াও এতে বেশ কিছু প্রিমিয়াম ফিচার আছে, যেমন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, হাতছাড়া নিয়ন্ত্রিত মাইক্রোফোন রিসিভার ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। TCL P715 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে।
TCL P715 স্মার্ট টিভি সিরিজ দাম:
টিসিএল পি৭১৫ এর দাম ৩৯,৯৯০ টাকা থেকে ৯৯,৯৯০ টাকার মধ্যে রাখা হয়েছে। এই টিভিটি পাঁচটি সাইজে উপলব্ধ। যেগুলি ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি বিকল্পে উপলব্ধ। আপনি এই টিভি শীঘ্রই বড় বড় ই-কমার্স সাইট থেকে এবং অফলাইনে কিনতে পারবেন।
TCL P715 স্মার্ট টিভি সিরিজ স্পেসিফিকেশন :
কোম্পানির দাবি অনুযায়ী এই টিভিতে 4K রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। যেকারণে এতে দুর্দান্ত পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। এছাড়াও এতে দেওয়া হাই ডায়নামিক রেজিং ও রিচ কালার এক্সপানশন খারাপ ছবিকেও ভালো করে। এতে চারটি মাইক্রোফোনে রিসিভার দেওয়া হয়েছে। আলট্রা এইচডি ডিসপ্লেতে HDR কনটেন্ট সাপোর্ট করবে।
এই সিরিজ অ্যান্ড্রয়েড টিভি ওএস এ চলে এবং এতে ডলবি অডিও সাপোর্ট করবে। আবার টিভিতে দেওয়া পপ আপ ক্যামেরার সাথে বড় স্ক্রিনে ভিডিও কলের আনন্দ নেওয়া যাবে। যদিও কোন সাইজের স্ক্রিনে এই সুবিধা থাকবে তা জানা যায়নি। এই স্মার্ট টিভি সিরিজ MagiConnect অ্যাপের সাথে যুক্ত করা যাবে। যারপরে আপনি টিভিটি অ্যাপের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে বিল্ট ইন কিবোর্ড দেওয়া হয়েছে।