১৫০০০ টাকার মধ্যে টপ রেটেড 5G স্মার্টফোন, Realme Narzo 70 Turbo কিনুন ডিসকাউন্টে
আপনি কি পুজোর সময় ১৫,০০০ টাকার কমে নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? তাহলে Realme Narzo 70 Turbo বেছে নিতে পারেন। এটি অ্যামাজনে অন্যতম সেরা রেটিংয়ের স্মার্টফোন। ডিভাইসটি ই-কমার্স সাইটটিতে ৪.৭ স্টার রেটিং পেয়েছে। আর ফিচার হিসেবে এই স্মার্টফোনে পাওয়া যাবে দুর্দান্ত ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
১৫ হাজার টাকার কমে Realme Narzo 70 Turbo বিক্রি হবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
Realme Narzo 70 Turbo এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা।
তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে রিয়েলমি নারজো ৭০ টার্বো এর উপর ২,০০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হবে। এরপর এর ৬ জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। ৮ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যামের জন্য ১৮,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।
১৫ হাজার টাকার মধ্যে Realme Narzo 70 Turbo ফোন, দেখুন ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি নারজো ৭০ টার্বো ফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ছাড়াও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও অক্জিলিয়ারি লেন্স উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই রিয়েলমি ফোনের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২,০০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
দুর্দান্ত পারফরম্যান্স এবং গেমিং অভিজ্ঞতার জন্য এই রিয়েলমি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ সফটওয়্যারে চলে। আর Realme Narzo 70 Turbo ফোনে ৫,০০০ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।