50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত সব ফিচার, Vivo V27 Pro লঞ্চের তারিখ ফাঁস,জানা গেল দামও
ভিভো (Vivo) ভারতে শীঘ্রই তাদের V27 সিরিজের স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি কোম্পানি এই আসন্ন হ্যান্ডসেটগুলিকে টিজ করাও শুরু করেছে৷ সিরিজটিতে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে, এগুলি হল - V27e, V27 এবং V27 Pro। যদিও ব্র্যান্ডটি এখনও ডিভাইসগুলির জন্য কোনও নির্দিষ্ট লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে একটি সাম্প্রতিক টিজার নিশ্চিত করেছে যে, V27 সিরিজের ফোনগুলি ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনার জন্য উপলব্ধ হবে।
আর এখন একটি নতুন রিপোর্টে নির্দিষ্টভাবে Vivo V27 Pro মডেলটির লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, চলতি মাসেই এই হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরাবে ভিভো। এছাড়াও, রিপোর্টে সিরিজের বাকি দুই মডেল সম্পর্ক বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Vivo V27 Pro লঞ্চ হতে পারে আগামী সপ্তাহেই
দ্যটেকআউটলুক ভিভো ভি২৭ প্রো-এর লঞ্চের তারিখ প্রকাশ করার পাশাপাশি স্ট্যান্ডার্ড ভি২৭ এবং ভি২৭ই সম্পর্কে কিছু তথ্যও শেয়ার করেছে। তারা জানিয়েছে যে, ভিভো ভি২৭ প্রো আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। এছাড়া, আসন্ন সিরিজে অন্তর্ভুক্ত ভি২৭ এবং ভি২৭ই ফোন দুটি পরবর্তীতে লঞ্চ হবে। যদিও, এই মডেলগুলির লঞ্চের সঠিক তারিখটি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। দেশে ভি২৭ প্রো-এর দাম ৪০,০০০ টাকার কম রাখা হবে। শোনা যাচ্ছে যে, এই ডিভাইসটি গত ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়া Vivo S16 Pro এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে ভারতের মার্কেটে পা রাখবে।
Vivo V27 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আসন্ন Vivo V27 Pro বড় ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে, যা ২,৪০০ x ১,৮০০ পিক্সেলের রেজোলিউশন, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১২০ হার্টজ পর্যন্ত উচ্চ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়াও, স্ক্রিনে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, Vivo V27 Pro-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। আর সেলফির জন্যে, ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V27 Pro সম্ভবত ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, ফোনটির পরিমাপ ১৬৪ x ৭৪.৮ x ৭.৪ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৩ গ্রাম হবে।