১.৫ কোটি ডলারের ক্যামেরা সেন্সরের সাথে আসছে Xiaomi 13 Pro, থাকবে Snapdragon 8 Gen 2 প্রসেসর

Update: 2022-10-31 13:30 GMT

শাওমি খুব শীঘ্রই তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi 13 ফ্ল্যাগশিপ সিরিজটি হোম মার্কেট চীনে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, এই লাইনআপে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি কোয়ালকম (Qualcomm)-এর আসন্ন Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে। আর মোবাইল চিপসেট প্রস্তুতকারী সংস্থাটি তাদের এই ফ্ল্যাগশিপ চিপসেটটি আগামী মাসের মাঝামাঝি সময়ে স্ন্যাপড্রাগন সামিট ২০২২ (Snapdragon Summit 2022)-এর মঞ্চে উন্মোচন করতে পারে। তাই এবছর নভেম্বরের শেষের দিকেই দেশীয় বাজারে পা রাখতে পারে Xiaomi 13 সিরিজ। যদিও, শাওমির তরফ থেকে এখনও এই লাইনআপের লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, তার আগেই এখন এক সুপরিচিত টিপস্টার আসন্ন Xiaomi 13 Pro মডেলটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। এটি কিছু টপ-নচ স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Xiaomi 13 Pro-এর মূল স্পেসিফিকেশন

টিপস্টার যোগেশ ব্রার সম্প্রতি টুইটারে শাওমি ১৩ সিরিজের প্রো মডেলটির প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন।

https://twitter.com/heyitsyogesh/status/1586947573482369024


তার টুইট অনুযায়ী, শাওমির পরবর্তী প্রজন্মের এই প্রিমিয়াম হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ডিসপ্লে থাকবে, যা এলটিপিও (LTPO) প্রযুক্তি সাপোর্ট করবে। তাই, এটি কমপক্ষে ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা যায়। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলেও জানা গেছে, যার সাথে ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য, শাওমি ১৩ প্রো-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ১-ইঞ্চির ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ (Sony IMX989) প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শ্যুটার অন্তর্ভুক্ত থাকবে৷ আর সেলফির জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। উল্লেখযোগ্যভাবে, ক্যামেরাটিতে জার্মানির বিখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারক লাইকা-এর অপ্টিমাইজেশনও থাকবে, যা দুই সংস্থার পার্টনারশিপের পর থেকে প্রত্যাশিত ছিল। যদি টিপস্টার দ্বারা প্রদত্ত এই তথ্যগুলি সত্য হয়, তাহলে কোম্পানিটি প্রায় ১৫ মিলিয়ন বা ১.৫ কোটি ডলারের সেন্সর ব্যবহার করবে, কেননা গতবছর শাওমি ১২ আল্ট্রা-এর জন্য সনির সাথে এই সেন্সরটি কো-ডেভেলপ করতে কোম্পানিটি এই পরিমাণ অর্থই ব্যয় করেছে।

এছাড়াও, যোগেশ ব্রার দাবি করেছেন যে Xiaomi 13 Pro অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটি ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা চিত্তাকর্ষক ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি সম্ভবত ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিংও সাপোর্ট করবে। এই চার্জিং প্রযুক্তিটি সার্জ সি২ (Surge C2) এবং পি২ (P2) চিপসেট দ্বারা বুস্ট করা হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News