মেটাল ডায়ালের সাথে কলিং ফিচার, Noise ColorFit Icon 3 সস্তায় ভারতে লঞ্চ হল
ভারতীয় বাজারে লঞ্চ হল দেশীয় সংস্থা Noise -র নতুন Noise ColorFit Icon 3 স্মার্টওয়াচ। এতে রয়েছে অপেক্ষাকৃত বড় আকারের ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার সহ একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য। ২০০০ টাকার কম রেঞ্জে আসা নতুন এই ঘড়িটি বাজার চলতি অন্যান্য নামিদামি কোম্পানির স্মার্টওয়াচের সাথে রীতিমত পাল্লা দিতে প্রস্তুত। তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Icon 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ।
Noise ColorFit Icon 3-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Noise ColorFit Icon 3 স্মার্টওয়াচটির মূল্য রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি ম্যাট গোল্ড, রোজ মভ, স্পেস ব্লু, মিডনাইট গোল্ড, কাম ব্লু এবং জেড ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ঘড়িটি।
Noise ColorFit Icon 3-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Noise ColorFit Icon 3 স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ১.৯১ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x২৯৬ পিক্সেল। তাছাড়া এর চারপাশে থাকছে সরু বেজেল ও এটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। এর মেটাল ডায়াল গ্লসি এবং ম্যাট উভয় ফিনিশ সহ এসেছে। এমনকি এর ডায়ালের ডান ধারে থাকছে একটি ফাংশনাল ক্রাউন। যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা যাবে।
এছাড়া আগেই বলা হয়েছে, ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য ওয়্যারেবলটিতে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি, বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন বর্তমান। সেই সঙ্গে সংস্থাটি দাবি করেছে, স্মার্টওয়াচটি লো ব্যাটারিতেও ল্যাগ ফ্রি কলিং এক্সপিরিয়েন্স প্রদান করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারী ঘড়িটিতে ডায়ালপ্যাড এবং রিসেন্ট কল লগ দেখতে পারবেন। তাই ফোন কল ধরার পাশাপাশি ঘড়ি থেকে সরাসরি ফোন করাও যাবে।
অন্যদিকে, হেলথ ফিচার হিসাবে Noise ColorFit Icon 3 স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ মনিটর, স্ট্রেস ট্র্যাকার, ব্রিদিং সেশন এবং ফিমেল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। উপরন্তু ঘড়িটিতে মিলবে ১০০ টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা ।
Noise ColorFit Icon 3 স্মার্টওয়াচ সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। সেই সঙ্গে এতে রয়েছে ১০০ টিরও বেশি ওয়াচফেস। এবার আসা যাক ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাতদিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। তবে ব্লুটুথ কলিং চালু থাকলে এটি পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সর্বপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।