ECG রিপোর্ট পাবেন OnePlus Watch 3 স্মার্টওয়াচ থেকে, স্টাইলিশ ডিজাইন সহ শীঘ্রই লঞ্চ বাজারে আসছে

ওয়ানপ্লাস ওয়াচ 3 এর হার্ট রেট সেন্সরের সাথে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ফিচার যোগ করা হবে, যা ব্যবহারকারীদের অনিয়মিত হার্ট রেট পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।

Update: 2024-12-22 10:55 GMT

OnePlus Watch 3 নিয়ে চর্চা অব্যাহত। এই স্মার্টওয়াচটি ওয়ানপ্লাস ওয়াচ 2 এর তুলনায় আপগ্রেড ফিচার সহ আসবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে এই স্মার্ট ওয়্যারেবলের বিশেষ কিছু ফিচার ফাঁস করা হয়েছে। জানা গেছে এতে ইসিজি পরিমাপ করার সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, ওয়ানপ্লাস আগামী 7 জানুয়ারী উইন্টার লঞ্চ ইভেন্টে OnePlus 13, OnePlus 13R এবং OnePlus Buds Pro 3 এর নতুন কালার অপশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ইভেন্টে ওয়াচটি লঞ্চ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও সংস্থার তরফে OnePlus Watch 3 লঞ্চের বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

OnePlus Watch 3 এর ডিজাইন

স্মার্টপ্রিক্সের রিপোর্টে ওয়ানপ্লাস ওয়াচ 3 এর প্রোটোটাইপের উপর ভিত্তি করে একটি ডিজাইন রেন্ডার শেয়ার করা হয়েছে। আপাতদৃষ্টিতে এটি দেখতে অনেকটা আগের ওয়ানপ্লাস ওয়াচ 2 এর মতোই। তবে রিপোর্টে আরও বলা হয়েছে যে, ওয়াচ 3 মডেলে একটি রোটেটিং ক্রাউন থাকবে, যা ব্যবহারকারীদের আরও ভাল অভিজ্ঞতা দেবে। এই রোটেটিং ক্রাউন ইউআইকে আরও সহজে নেভিগেট করতে সাহায্য করবে।

ইসিজি পরিমাপ করবে ওয়ানপ্লাস ওয়াচ 3

রিপোর্টে বলা হয়েছে যে ওয়ানপ্লাস ওয়াচ 3 এর হার্ট রেট সেন্সরের সাথে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ফিচার যোগ করা হবে, যা ব্যবহারকারীদের অনিয়মিত হার্ট রেট পর্যবেক্ষণ করতে সাহায্য করবে। এই ফিচার দেশ ভিত্তিতে এবং স্থানীয় আইনের উপর নির্ভর করে পাওয়া যাবে।

OnePlus Watch 3 এর LTE ভ্যারিয়েন্ট আসতে পারে

আসন্ন ওয়াচ 3 এর একটি এলটিই ভ্যারিয়েন্টও ওয়ানপ্লাস আনতে পারে বলে অনুমান করা হচ্ছে, যা ব্যবহারকারীদের সরাসরি স্মার্টওয়াচ থেকে কল করতে এবং নোটিফিকেশন পেতে সাহায্য করবে। তবে এই এলটিই ভ্যারিয়েন্টটি আগের মডেলের মতো চীনেই সীমাবদ্ধ থাকতে পারে।

বেশি র‌্যাম, স্টোরেজ এবং বড় ব্যাটারি পাওয়া যাবে

ওয়ানপ্লাস ওয়াচ 3 কোয়ালকমের স্ন্যাপড্রাগন W5 জেন 1 চিপসেটের সাথে 2 জিবি র‌্যাম ও 32 জিবি অনবোর্ড স্টোরেজ দ্বারা চালিত হতে পারে। এটি নতুন ওয়াচ OS 5 অপারেটিং সিস্টেমে চলবে। নতুন ঘড়িতে আগের থেকে বড় ব্যাটারিও পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Tags:    

Similar News