Redmi Watch 3 Lite: হার্ট রেট মনিটর সহ একাধিক স্পোর্টস মোড, রেডমি আনল নতুন স্মার্টওয়াচ

By :  techgup
Update: 2023-05-24 05:45 GMT

Xiaomi তাদের ঘরেলু মার্কেটে Redmi Watch 3 Lite স্মার্টওয়াচ লঞ্চ করল। নতুন স্মার্ট ঘড়িটি গত বছর ডিসেম্বরে লঞ্চ হওয়া Redmi Watch 3- এর উত্তরসূরী হিসেবে এসেছে। আর নবাগত এই ঘড়িতে রয়েছে ১.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। সেই সঙ্গে থাকছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। সংস্থার মতে, একবার চার্জে ব্লুটুথ কলিং যুক্ত এই স্মার্টওয়াচটি ১২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Redmi Watch 3 Lite স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Redmi Watch 3 Lite -এর দাম ও লভ্যতা

রেডমি ওয়াচ ৩ লাইট স্মার্টওয়াচটি ইতিমধ্যেই চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আর এটি স্পেস ব্ল্যাক এবং টুইলাইট গ্রে কালার অপশনে পাওয়া যাবে। যদিও সংস্থাটি এর দাম এখনো প্রকাশ্যে আনেনি। উপরন্তু বিশ্ববাজারে ঘড়িটি কবে আসবে তাও জানা যায়নি।

Redmi Watch 3 Lite -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Redmi Watch 3 Lite স্মার্টওয়াচটি ১.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ৪৫০ নিট উজ্জ্বলতা অফার করবে। এতে থাকছে ২০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস এবং ব্লুটুথ কলিং সাপোর্ট।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, ২৪/৭ ব্লাড অক্সিজেন মনিটর উপলব্ধ। সেই সঙ্গে পাওয়া যাবে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। এছাড়া ঘড়িটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- উইচ্যাট এবং আলিপে অফলাইন পেমেন্ট সাপোর্ট। তদুপরি, এতে থাকছে বিল্ট-ইন মাইক্রোফোন, স্পিকার, এনএফসি কানেক্টিভিটি এবং ব্লুটুথ ৫.৩।

এবার আসা যাক Redmi Watch 3 Lite স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে সাধারণ ব্যবহারে এর ব্যাটারি ১২ দিন পর্যন্ত এবং ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এটি ৮ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে 5ATM রেটিং।

Tags:    

Similar News