Acer Iconia Tablet Launched: ল্যাপটপ অতীত! এবার দু’দুটি নতুন ট্যাব আনল Acer, থাকছে ঠাসা ফিচার্স

Acer Iconia Tablet Launched - Acer Iconia ট্যাবের দাম রাখা হয়েছে ১১,৯৯০ টাকা। আর Iconia 10.36 এর দাম ১৪,৯৯০ টাকা। দুটোই গোল্ড কালারে পাওয়া যাবে।

Update: 2024-11-05 15:02 GMT

ল্যাপটপের পর এবার ট্যাবলেট লঞ্চ করল Acer। ঠাসা ফিচার সম্পন্ন Acer Iconia 8.7 (iM9-12M) এবং Iconia 10.36 (iM10-22) ট্যাব লঞ্চ হল দেশে। এতে যেমন পাবেন শক্তিশালী ৭,৪০০ এমএএইচ ব্যাটারি, তেমনই রয়েছে হাই-পারফরম্যান্স মিডিয়াটেক প্রসেসর। সব ধরনের কাজের জন্য আদৰ্শ এই ট্যাবলেট বলে দাবি করেছে কোম্পানি।

Acer এর নতুন ট্যাব কিনতে গেলে ঠিক কত টাকা খসবে চলুন জেনে নেওয়া যাক।

Acer Iconia ট্যাবের দাম

দেশে Acer Iconia 8.7 মডেলের দাম রাখা হয়েছে ১১,৯৯০ টাকা। আর Iconia 10.36 এর দাম ১৪,৯৯০ টাকা। দুটোই গোল্ড কালারে পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে, এই দাম সীমিত সময়ের জন্য, অর্থাৎ পরবর্তীকালে দাম বাড়ানো হতে পারে। এটি কিনতে পারবেন অনলাইনে - অ্যামাজন এবং কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। অফলাইনে কেনার জন্য যেতে হবে এসার ইন্ডিয়ার অফিশিয়াল স্টোরে।

Acer Iconia ট্যাবের ফিচার্স

প্রথম মডেলে রয়েছে ৮.৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। সর্বাধিক ব্রাইটনেস ৪০০ নিটস। দ্বিতীয় মডেলেও একই ব্রাইটনেস রয়েছে, তবেই স্ক্রিনের সাইজ ১০.৩৬ ইঞ্চি এবং মিলবে ২K আইপিএস ডিসপ্লে। ছোট ট্যাবে ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং মিডিয়াটেক হিলিও পি২২টি প্রসেসর দেওয়া হয়েছে। টপ মডেলে পাবেন মিডিয়াটেক হিলিও জি৯৯ প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম। দুই ট্যাবেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম।

ক্যামেরার ক্ষেত্রে ৮.৭ ইঞ্চির ট্যাবে থাকছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অন্যদিকে ১০.৩৬ ইঞ্চির ট্যাবে পাবেন ১৬ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রথম মডেলে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং দ্বিতীয়টাতে কোয়াড স্টিরিও স্পিকার।

ব্যাটারি ক্যাপাসিটির নিরিখে ৮.৭ ইঞ্চির ট্যাবে পাবেন ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ১০.৩৬ ইঞ্চির ট্যাবে ৭,৪০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। উভয় ট্যাবেই রয়েছে ব্লুটুথ ৫.৪, ৪জি এবং ইউএসবি টাইপ-সি কানেকশন।

Tags:    

Similar News