মেটাল বডির সাথে ৫১২ জিবি মেমোরি, Oppo Pad 3 সস্তায় দেবে প্রিমিয়াম ট্যাবলেটের স্বাদ
Oppo Reno 13 সিরিজের সাথে শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে Oppo Pad 3। গতকাল থেকে এদের প্রি-অর্ডার শুরু হয়েছে। আজ আবার সংস্থাটি তাদের নতুন ট্যাবলেটের টিজার প্রকাশ করেছে। এই টিজার থেকে ডিভাইসটির ছবি সহ এর ডিজাইন সামনে এসেছে। জানা গেছে, Oppo Pad 3 একাধিক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এছাড়া এতে থাকবে প্রিমিয়াম মেটাল বডি ও স্টাইলাস সাপোর্ট। আসুন ট্যাবটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Oppo Pad 3 এর টিজার রিলিজ করা হল
২৫ নভেম্বর লঞ্চের আগে ওপ্পো তাদের নতুন ট্যাবের একটি টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যেখান থেকে স্পষ্ট যে, এটি মেটাল বডির কারণে প্রিমিয়াম ডিজাইন অফার করবে। আর এর রিয়ার প্যানেলে অ্যাটমসফোরিক কালার দেখা যাবে। ট্যাবলেটটি সিলভার, ব্লু ও পার্পেল কালার সহ তিনটি অপশনে পাওয়া যাবে। আবার আসন্ন এই ট্যাবে স্টাইলাস সাপোর্ট করবে।
এর সাথে ওপ্পো প্যাড ৩ এর স্টোরেজ কনফিগারেশন জানা গেছে। এটি চারটি ভ্যারিয়েন্টে আসবে - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। কয়েকদিন আগে এক টিপস্টারের দৌলতে এর স্পেসিফিকেশনও ফাঁস হয়েছিল।
তিনি জানিয়েছিলেন যে, এই ট্যাবলেটে ১১.৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ২.৮কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর ব্যবহার করা হবে। ব্যাটারির কথা বললে, এতে ৯,৫১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি মাত্র ৬.২৯মিমি পুরু হবে এবং এর ওজন হবে ৫৩৩ গ্রাম। যারা ওপ্পো প্যাড ৩ প্রো এর সস্তা মডেল খোঁজ করছেন তাদের জন্য নতুন ট্যাবটি আদর্শ হবে।