অবশেষে ভারতে আসছে Xiaomi Pad 7 ট্যাবলেট, লঞ্চের তারিখ ঘোষণা Amazon এর

শাওমি প্যাড 7 ট্যাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 8,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে।;

Update: 2024-12-26 05:44 GMT

শাওমি শীঘ্রই ভারতে Xiaomi Pad 7 লঞ্চ করতে চলেছে। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ওয়েবসাইটে এই ট্যাবলেটের ইন্ডিয়ান ভ্যারিয়েন্টকে দেখা গিয়েছে। পাশাপাশি গতকাল সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা ভারতে শাওমি প্যাড 7 লঞ্চ করতে প্রস্তুতি নিচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজন এই ট্যাবলেটের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এই সাইটে এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। ট্যাবলেটটি Xiaomi Pad 6 এর উত্তরসূরি হিসেবে আসবে।

Xiaomi Pad 7 এই তারিখে ভারতে লঞ্চ হবে

অ্যামাজনের মাইক্রোসাইটে জানানো হয়েছে যে শাওমি প্যাড 7 আগামী 10 জানুয়ারী, 2025 তারিখে ভারতে লঞ্চ হবে। লঞ্চের পর এই ট্যাবলেট ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে। শাওমি প্যাড 7 এর স্পেসিফিকেশন ও ফিচার:

Xiaomi Pad 7 এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি প্যাড 7 আগেই চীনে লঞ্চ হয়েছে‌। এতে 144Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস সহ 11.2-ইঞ্চি 3.2K LCD ডিসপ্লে আছে। ট্যাবলেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 প্রসেসর দ্বারা চালিত। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপার ওএস 2.0 কাস্টম স্কিনে চলবে। এই ট্যাবলেটে সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাওয়া যাবে।

আর শাওমি প্যাড 7 ট্যাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 8,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দামের কথা বললে, চীন প্যাড 7 এর বেস মডেলের দাম প্রায় 23,500 টাকা।

Tags:    

Similar News