পরিষেবার মান নিয়ে প্রশ্ন থাকলেও 5G এনে কোটি কোটি টাকার মুনাফা ঘরে তুলবে Jio, Airtel, Vi

By :  SUPARNAMAN
Update: 2022-03-16 09:25 GMT

আসন্ন 5G পরিষেবা রোলআউটের মাধ্যমে Reliance Jio, Airtel, Vi প্রমুখ ভারতীয় টেলকোগুলি ব্যাপক অঙ্কের মুনাফা ঘরে তুলতে পারে বলে ইঙ্গিত দিলো Nokia India'র বাৎসরিক Mobile Broadband Index বা MBiT রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী 5G ব্যবস্থাকে কেন্দ্র করে দেশীয় বাজারে হাজির টেলিকম পরিষেবা সরবরাহকারীরা ২০২৬ সালের মধ্যে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা আয় করতে পারে। সেক্ষেত্রে ২০২৬ সাল নাগাদ মোবাইল পরিষেবা বাবদ উপার্জিত মোট মুনাফার মধ্যে ৩৭.৭ শতাংশ অর্থ 5G ব্যবস্থা থেকে উঠে আসবে, যা সদ্য প্রকাশিত Nokia India'র রিপোর্টে সামনে এসেছে।

টেলকোগুলির মুনাফা বৃদ্ধির কারণ হলেও আসন্ন 5G পরিষেবার মান ঠিক কতটা উন্নত হবে, নোকিয়ার আলোচ্য রিপোর্ট থেকে তা জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে প্রাথমিকভাবে 5G নেটওয়ার্ক এন্টারপ্রাইজ ব্যবসাগুলির জন্য বিশেষ উপযোগী হতে পারে। তবে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি আমজনতার নিত্য ব্যবহারের পক্ষে উপযুক্ত এবং সাশ্রয়ী মূল্যের 5G পরিষেবা প্রদান এখনই সম্ভব হবেনা বলে তারা জানিয়েছেন।

5G ব্যবস্থার উপরে ভর করে আগামী পাঁচ বছরের মধ্যে ১৬৪ শতাংশ CAGR বৃদ্ধির মুখ দেখবে টেলকোগুলি

আসলে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা বৃদ্ধির সাথে সাথেই ভারতে পরবর্তী প্রজন্মের 5G পরিষেবা উন্নত ব্যবসায়িক সম্ভাবনার পথ উন্মুক্ত করবে। নোকিয়ার রিপোর্ট বলছে, আগামী পাঁচ বছরের মধ্যে 5G ব্যবস্থার উপরে ভিত্তি করে টেলিকম অপারেটরেরা প্রায় ১৬৪ শতাংশ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট (CAGR) বৃদ্ধির মুখ দেখতে পারে যা এক কথায় অদৃষ্টপূর্ব! একইসাথে সারা বিশ্বে 5G ব্যবস্থাকে কেন্দ্র করে ৬৪৫ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জিত হতে পারে, যেখানে সামগ্রিক আয়ের ৬৪ শতাংশ আলোচ্য পরিষেবা থেকেই উঠে আসার সম্ভাবনা রয়েছে।

স্মার্ট হেল্‌থ, স্মার্ট এডুকেশন ও উন্নত ক্লাউড গেমিংয়ের ক্ষেত্রে 5G প্রযুক্তি কাজে লাগানো হবে

উল্লেখ্য, 5G পরিষেবা ব্যবহার করে দেশে উন্নত পরিবেশ পর্যবেক্ষণ, ক্ষেত্রশ্রমিকদের সুরক্ষা প্রদান, রিসোর্স ম্যানেজমেন্ট সহ স্মার্ট সেন্সর, অ্যাসেট ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তির উন্নয়ন সম্ভব হবে। এছাড়া এটি নজরদারি চালানো এবং উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পক্ষেও কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বোপরি স্মার্ট হেল্‌থ, স্মার্ট এডুকেশন এবং উৎকৃষ্ট ক্লাউড গেমিংয়ের ক্ষেত্রেও 5G প্রযুক্তি কাজে লাগানো হবে।

অবশ্য উপরের প্রতিটি তথ্য তখনই বাস্তবে পরিণত হতে পারে যদি স্পেক্ট্রাম মূল্য এবং 5G নেটওয়ার্ক সংক্রান্ত নীতি নির্ধারণের ব্যাপারে কেন্দ্রীয় সরকার টেলকোগুলির প্রতি সদয় হয়। তেমনটা হলে টেলিকম পরিষেবা সরবরাহকারীরা যে আগামী কয়েক বছরের মধ্যেই বাড়তি মুনাফা সংগ্রহের মাধ্যমে ব্যাপক লাভবান হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Tags:    

Similar News