Komaki MG Pro: মাত্র ৫৯,৯৯৯ টাকায় জম্পেশ ইলেকট্রিক স্কুটার, লঞ্চ হল কোমাকি এমজি প্রো, ফুল চার্জে চলবে ১৫০ কিমি

এদিন বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার। নাম কোমাকি এমজি প্রো লিথিয়াম সিরিজ। স্কুটারের দাম ৬০ হাজার টাকারও কম। সংস্থার ‘হর ঘর কোমাকি’ অভিযানের অধীনে লঞ্চ হয়েছে এই মডেল।

Update: 2024-11-26 08:53 GMT

Komaki MG Pro Electric Scooter Launched

আরও এক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল কোমাকি (Komaki। সম্প্রতি ‘হর ঘর কোমাকি’ অভিযান শুরু করেছে সংস্থাটি। এই অভিযানের অধীনে লঞ্চ হয়েছে নতুন মডেল কোমাকি এমজি প্রো (MG Pro) লিথিয়াম সিরিজ। সংস্থার দাবি, মধ্যবিত্ত পরিবারের নিত্য যাতায়াতের চাহিদা মেটাবে এই স্কুটার। এটির দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

কোমাকি এমজি প্রো একটি বাজেট ইলেকট্রিক স্কুটার। সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব বিকল্প হিসাবে হাজির করেছে সংস্থা। দাম কম হলেও, ফিচার্স রয়েছে বেশ আকর্ষণীয়। কোমাকি জানিয়েছে, এটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি স্কুটার। পুরুষ মহিলা সকলেই চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

কোমাকি এমজি প্রো ইলেকট্রিক স্কুটার : ফিচার্স ও স্পেসিফিকেশন

এই স্কুটারে রয়েছে ২.২ কিলোওয়াট আওয়ার/ ২.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। ফুল চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে স্কুটারটি। কোমাকি এমজি প্রোতে রয়েছে একটি স্বয়ংক্রিয় রিপেয়ার ফাংশন ফিচার, যা স্বয়ংক্রিয়ভাবে সফ্টওয়্যার-সম্পর্কিত সাধারণ সমস্যাগুলি সমাধান করতে সক্ষম।

এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলারের উপর ৩০,০০০ বা ৩ বছর (যা আগে আসবে) ওয়ারেন্টি পাওয়া যাবে। আর স্কুটারের চার্জারের উপর ১ বছর ওয়ারেন্টি থাকবে। স্কুটারে পাবেন ওয়্যারলেস আপডেট ফিচার্স, স্মার্ট ডিসপ্লে, রিমোট লক, ফ্রন্ট ডিস্ক ব্রেক, অ্যান্টি-থেফট লক, একাধিক সেন্সর, সেল্ফ ডায়াগনসিস, রিপেয়ার সুইচ, মোবাইল চার্জিং পয়েন্ট ইত্যাদি।

কোমাকি এমজি প্রো ইলেকট্রিক স্কুটার : দাম ও ভ্যারিয়েন্ট

এই ইলেকট্রিক স্কুটারের চারটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। সেগুলির দাম হল -

কোমাকি এমজি প্রো জিআর : ৫৩,৯৯৯ টাকা (৭০ কিমি রেঞ্জ)

কোমাকি এমজি প্রো এলআই : ৫৯,৯৯৯ টাকা (৭৫ কিমি রেঞ্জ)

কোমাকি এমজি প্রো ভি : ৬৯,৯৯৯ টাকা (১০০ কিমি রেঞ্জ)

কোমাকি এমজি প্রো প্লাস : ৭৪,৯৯৯ টাকা (১৫০ কিমি রেঞ্জ)

Tags:    

Similar News