Royal Enfield FT450 Flat Tracker: এত বছরের সেই রাজকীয় ডিজাইন উধাও, অভিনব বাইক এনে নজর কাড়ল রয়্যাল এনফিল্ড
রয়্যাল এনফিল্ড গেরিলার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে নতুন FT450 ফ্ল্যাট ট্র্যাকার মোটরসাইকেল। এতে রয়েছে ৪৫২ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন।
গোয়াতে অনুষ্ঠিত ২০২৪ মটোভার্স ইভেন্টে এক নতুন বাইক উন্মোচন করল রয়্যাল এনফিল্ড। সম্প্রতি লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ড গেরিলার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে এই FT450 ফ্ল্যাট ট্র্যাকার। নতুন গ্রাফিক্স এবং রেট্রো ডিজাইন রয়েছে এই ফ্ল্যাট ট্র্যাকার বাইকে। এটি একটি মডিফায়েড রয়্যাল এনফিল্ড গেরিলাও বলতে পারেন, যা ফ্ল্যাট ট্র্যাক রেসের জন্য পারদর্শী।
রয়্যাল এনফিল্ড ফ্ল্যাট ট্র্যাকার বাইকে নতুনত্ব কী?
মোটরসাইকেলটির ফেয়ারিং কাউলের জন্য রয়েছে LED হেডল্যাম্প। মিলবে একটি ফ্ল্যাট সিট-সহ কাস্টম টেইল সেকশন। FT450 বাইকে মজুত ১৭ ইঞ্চি ওয়্যার স্পোক হুইল, যা ডুয়াল-পারপাস টায়ারে মোড়ানো। এই ফ্ল্যাট ট্র্যাকার বাইকে রয়েছে কাস্টম এক্সহস্ট সিস্টেম এবং একটি পাওয়ারট্রনিক ফুয়েল এক্স অটোটিউন ফুয়েল ইনজেকশন। একটি ফ্ল্যাট ট্র্যাকার বাইক হওয়ায়, রয়্যাল এনফিল্ড FT450 এর সামনে কোনও ব্রেক নেই। বাইকের পিছনে যে ব্রেক রয়েছে সেটাই সমস্ত ব্রেকিং এবং স্লাইডিং সামলে নেয়।
বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন
FT450 ফ্ল্যাট ট্র্যাকারে রয়েছে ৪৫২ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। এই একই ইঞ্জিন সেটআপ রয়েছে রয়্যাল এনফিল্ড গেরিলাতেও। এটি সর্বাধিক ৪০ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। সংস্থার দাবি, FT450 হল একটি কাস্টম-বিল্ট ফ্ল্যাট ট্র্যাকার। মোটরসাইকেলটি বিশ্বের নানা রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
এই বাইকের দাম এখনও ঘোষণা করেনি সংস্থা। এই মুহূর্তে বাজারে রয়্যাল এনফিল্ড গেরিলার দাম রয়েছে ২.৩৯ লাখ টাকা (এক্স-শোরুম)। প্রসঙ্গত, এই মটোভার্স ইভেন্টে আরও একটি নতুন বাইক লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। নাম গোয়ান ক্লাসিক ৩৫০। দুটি ভ্যারিয়েন্ট রয়েছে - সিঙ্গেল টোন এবং ডুয়াল টোন। রয়েছে ৩৪৯ সিসি ইঞ্জিন, ১৩ লিটার ফুয়েল ট্যাংক, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডুয়াল চ্যানেল এবিএস ইত্যাদি। বাইকের দাম ২.৩৫ লাখ টাকা থেকে ২.৩৮ লাখ টাকা (এড-শোরুম)।