Hyundai Ioniq 9: এক চার্জে ছুটবে ৬২০ কিমি! প্রকাশ্যে হুন্ডাইয়ের অবিশ্বাস্য ইলেকট্রিক গাড়ি
হুন্ডাই Ioniq 9 ইভি এক চার্জে দিতে পারবে ৬২০ কিলোমিটার রেঞ্জ। আমেরিকাস লাস ভেগাস অটো শো-তে নয়া ইলেকট্রিক গাড়ি উন্মোচন করল দক্ষিণ কোরিয়ার সংস্থা।
ইলেকট্রিক গাড়ির লাইনআপে আরও এক নতুন মডেল যোগ করল হুন্ডাই। লাস ভেগাস অটো শো-তে প্রকাশ পেল হুন্ডাই আয়োনিক ৯ (Hyundai Ioniq 9)। গাড়িটি ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ৬২০ কিলোমিটার। এটি সংস্থার অন্যতম ফ্ল্যাগশিপ ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। তিন সারি ও ৭ আসনের গাড়ি এটি। আসন ফোল্ড করলে পাওয়া যাবে ১,৩২৩ লিটার বুট স্পেস। ফোল্ড না করেও ৬২০ লিটার বুট স্পেস পাওয়া যাবে গাড়িতে।
গাড়ির ফ্রন্ট ট্রাঙ্কে সর্বাধিক ৮৮ লিটার এবং AWD মডেলে ৫২ লিটার স্পেস রয়েছে। আগাগোড়া ফ্যামিলি কার হিসাবে ডিজাইন করা হয়েছে হুন্ডাই Ioniq 9 ইভি। এই গাড়িতে রয়েছে সংস্থার ইতিহাসে সবথেকে বেশি ৩,১৩০ মিলিমিটার হুইলবেস। গাড়িতে মজুত প্যারামেট্রিক পিক্সেল ল্যাম্প ও ছোট কিউবের প্রোজেক্টর হেডলাইট। গাড়ির পিছনে রয়েছে LED ল্যাম্প। ১৬টি এক্সটিরিয়র ও ৬টি ইন্টিরিয়র ডুয়াল টোন রংয়ে উপলব্ধ এই চার চাকা।
ইলেকট্রিক গাড়িতে রয়েছে ১১০.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। ফুল চার্জে ৬২০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। লং রেঞ্জ RWD ভার্সনে রয়েছে ১৬০ কিলোওয়াট মোটর এবং সামনে অতিরিক্ত ৭০ কিলোওয়াট মোটর। AWD ভার্সনের দু’প্রান্তেই রয়েছে ১৬০ কিলোওয়াট শক্তি সম্পন্ন মোটর।
ইলেকট্রিক গাড়িটি ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা স্পর্শ করতে সময় নেবে ৫.২ সেকেন্ড। ২০২৫ সালের প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় গাড়ির বিক্রি শুরু করবে হুন্ডাই। ইউরোপ এবং ভারতের বাজারেও লঞ্চ হতে পারে এই ইলেকট্রিক চার চাকা। এই মুহূর্তে ভারতে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে টাটা মোটরস, মাহিন্দ্রা, এমজি এবং হুন্ডাইয়ের ইলেকট্রিক গাড়ির সংখ্যা সবথেকে বেশি।
হুন্ডাই Ioniq 9 ইভি উন্মোচন করা হলেও গাড়িটি এখনও আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হয়নি। ফলে এটির দাম এখনও অস্পষ্ট। তবে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ গাড়ি হওয়ায় বেশ উঁচু দামে বাজারে আসতে পারে চার চাকাটি।