স্বস্তি পেল জিও, এয়ারটেল ও ভিআই! ব্যাঙ্ক গ্যারান্টি মকুব করল সরকার
ব্যাঙ্ক গ্যারান্টি যাকে সংক্ষেপে BG বলা হয় তা মকুব করল কেন্দ্র। ২০২২ সালের আগে কেনা স্পেকট্রামের জন্য এই ব্যাঙ্ক গ্যারান্টি মকুব করার আবেদন করেছিল ভোডাফোন আইডিয়া। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা ব্যাঙ্ক গ্যারান্টি মকুব করার অনুরোধ অনুমোদন দিয়েছে।
২০২২ সালের আগে কেনা স্পেকট্রামের জন্য ব্যাঙ্ক গ্যারান্টি মকুব করার আবেদন করেছিল টেলিকম সংস্থাগুলি। বিশেষ করে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ব্যাঙ্ক গ্যারান্টি মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২২ সালের পরে কেনা স্পেকট্রামের জন্য ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে স্বস্তির মুখ দেখছে জিও, এয়ারটেল ও ভিআই।
এই মকুব করার বিষয়টি প্রথম প্রকাশ পায় ২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত রিফর্ম প্যাকেজে। এই প্যাকেজ টেলকোগুলিকে তাদের ক্যাশ ফ্লো উন্নত করার জন্য সাহায্য করে। উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া সরকারের কাছে আবেদন করে জানায়, ২০২২ সালের পর কেনা স্পেকট্রামের জন্য যখন বিজি জমা দিতে হচ্ছে না, তখন ২০২২ সালের আগে কেনা স্পেকট্রামের জন্য ব্যাঙ্ক গ্যারান্টি মকুব করা হোক।
সেই আবেদনকে মান্যতা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানিয়ে রাখি, ১ নভেম্বর, ২০২৪-এ বকেয়া ৩৫০ কোটি টাকা মূল্যের ব্যাঙ্ক গ্যারান্টি পরিশোধ করতে ব্যর্থ হয় ভিআই। তাই সংস্থাটি সরকারের কাছে আবেদন করে যে, ২০২২ সালের আগে কেনা স্পেকট্রামের জন্য ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়ার মতো পরিস্থিতিতে নেই তারা।
সিএনবিসিটিভি১৮-এর এক রিপোর্ট অনুযায়ী, টেলিকম সেক্টরকে উৎসাহ দেওয়া জন্য এই ব্যাঙ্ক গ্যারান্টি ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তে টেলিকম সংস্থাগুলি বেশ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। তবে বর্তমান বাজারের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবথেকে বেশি লাভবান হবে ভোডাফোন আইডিয়া।
এদিন ভোডাফোন আইডিয়ার সিইও অক্ষয় মুন্দ্রা জানান, সরকারের কাছে আমাদের একটি আবেদন হল যে যদি ভবিষ্যতে নিলামের জন্য এটি (ব্যাঙ্ক গ্যারান্টি) বন্ধ হয়ে যায়, তবে অতীতের নিলামে কেন এটি রাখা উচিত।
যদিও এই সিদ্ধান্তকে কেউ কেউ স্বাগত জানিয়েছেন, আবার অনেকেই বিরোধিতা করেছেন। আগামী মাসে এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।