Amazon Dhanteras Store: স্মার্টফোন থেকে ইলেকট্রিক স্কুটার, সব অতি সস্তায় বিক্রি হচ্ছে অ্যামাজন ধনতেরাস স্টোরে
আপনি কি ধনতেরাসের শপিং শুরু করেছেন? চাইছেন কোথায় ধানতেরাস উপলক্ষে অফার দেওয়া হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ধনতেরাস উপলক্ষে বিশেষ ডিল দেওয়া হচ্ছে। ই-কমার্স সাইটটি অ্যামাজন ধনতেরাস স্টোর নিয়ে হাজির হয়েছে। এই স্টোরে স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট ডিভাইস, ইলেকট্রিক বাইক ও স্কুটার সব কিছু কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়া ক্রেতারা পাবেন আকর্ষণীয় ব্যাঙ্ক অফার। ফলে অনেক সস্তায় পছন্দের জিনিস কিনে নেওয়া যাবে।
অ্যামাজন ধনতেরাস স্টোর | Amazon Dhanteras Store
অ্যামাজন ধনতেরাস স্টোরে ক্রেতারা কেনাকাটা করার সময় নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে লেনদেনে ছাড় পাবেন। সর্বোচ্চ ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে বলে অ্যামাজন জানিয়েছে। এরজন্য ক্রেতাদের কাছে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এইচএসবিসি বা ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট বা ডেবিট কার্ড থাকতে হবে।
অ্যামাজন ধনতেরাস স্টোরের ডিল ও অফার
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের এমআরপি যেখানে ১,৪৯,৯৯৯ টাকা, সেখানে অ্যামাজন ধনতেরাস স্টোরে এটি মাত্র ৭৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার স্যামসাং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোনটি ৭৪,৯৯৯ টাকার পরিবর্তে ৫৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস মডেলটি এই স্টোরে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে এর এমআরপি ২৮,৯৯৯ টাকা। আর ৪২,৯৯৯ টাকায় কেনা যাবে আইফোন ১৩, এই ডিভাইসটির এমআরপি ৫৯,৯০০ টাকা। এছাড়া এমআরপির উপর ৩২,০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ৪৭,৯৯৯ টাকায় শাওমি ১৪ বিক্রি করছে অ্যামাজন।
অ্যামাজন ধনতেরাস স্টোর থেকে আপনি ওয়ানপ্লাস ১২আর ডিভাইসটি ৪২,৯৯৯ টাকার পরিবর্তে ৩৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অফার রয়েছে রিয়েলমি নারজো 70 টার্বোর উপরেও। এই স্মার্টফোনটি ৫,০০০ টাকা ডিসকাউন্টে ১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার অ্যামাজন ইকো শো ৮ এর দ্বিতীয় প্রজন্ম এখন ৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত, যেখানে এর এমআরপি ১৩,৯৯৯ টাকা। আর অ্যামাজন ফায়ার টিভি স্টিক ৪,৯৯৯ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে মাত্র ২,১৯৯ টাকায়। এই স্টোর থেকে ভিডা ভি১ প্রো ইলেকট্রিক স্কুটার ১,১০,৯৯৯ টাকায় কেনা যাবে, যেখানে এর এমআরপি ১,৪৯,৯৯৯ টাকা।