হেডফোন, চার্জার ও মাউসের উপর ৭৫ শতাংশ ছাড়, মিস করবেন না Amazon এর লোভনীয় ডিল

By :  techgup
Update: 2022-11-10 06:29 GMT

বিশেষ কোনো উৎসব উপলক্ষে আয়োজিত সেল ছাড়া বছরের অন্যান্য সময়েও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon ইউজারদেরকে খুশি করতে বিভিন্ন ক্যাটাগরির নানাবিধ প্রোডাক্টে বাম্পার ডিসকাউন্ট ও একাধিক আকর্ষণীয় অফার প্রদান করে থাকে। সেক্ষেত্রে চলতি সময়ে সংস্থাটি তার ডিলস অফ দ্য ডে (Deals of the Day) অফারের অংশ হিসেবে বেশ কয়েকটি প্রোডাক্টে নজরকাড়া ডিল এবং ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রোডাক্টগুলির তালিকায় গেমিং হেডফোন, ইয়ারবাডস, ইয়ারফোন সহ আরও অনেক ওয়্যারলেস অ্যাক্সেসরিজ শামিল রয়েছে। ফলে যারা চলতি সময়ে এই ধরনের পণ্যগুলি কেনার প্ল্যান করছেন, তারা বর্তমানে ৭৫% পর্যন্ত ছাড়ে Amazon থেকে নিজেদের পছন্দসই গ্যাজেটগুলি কিনে ফেলার সুযোগ পাবেন। চলুন, সংস্থার Deals of the Day অফারের অধীনে যে সকল প্রোডাক্টে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে, সেগুলির উপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Amazon-এর Deals of the Day অফারের অধীনে অতিশয় সস্তায় কিনে নিন এই ৬ টি ইলেকট্রনিক গ্যাজেট

১. Kingone Wireless Charging Pencil (2nd Gen): ৪,৪০০ টাকা ডিসকাউন্টের সুবাদে ২,৫৯৯ টাকায় উপলব্ধ

কিংওয়ান ওয়্যারলেস চার্জিং পেন্সিল (দ্বিতীয় প্রজন্ম) Apple Pencil 2-এর মতো স্বয়ংক্রিয় ব্লুটুথ পেয়ারিং এবং চার্জিং ক্যাপাবিলিটি সহ এসেছে। ডিভাইসটি Apple iPad Pro 11-inch 1/2/3, iPad Pro 12.9-inch 3/4/5, iPad Air 4/5, এবং mini6-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই লেটেস্ট আইপ্যাড স্টাইলাসটিতে টিল্ট সেন্সিং এবং অ্যান্টি-পাম টাচ ফিচার রয়েছে, যার সুবাদে কাগজে খুব সহজে পেন দিয়ে আঁকার মতো আইপ্যাডেও ইউজাররা অতি অনায়াসে নিজের হাতে যা খুশি আঁকতে পারবেন।

২. Boult Audio Airbass Z20 TWS: ৪,১২৪ টাকা ছাড়ের দৌলতে ১,৩৯৯ টাকায় কেনা যাবে

বোল্ট অডিও এয়ারবেস জেড২০ টিডব্লিউএস ইয়ারবাডস একটি জেন ইএনসি (Zen ENC) মাইক্রোফোন সহ আসে এবং ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করার প্রতিশ্রুতি দেয়। ডিভাইসটি আইপিএক্স৫ (IPX5) রেটিংপ্রাপ্ত হওয়ায় সম্পূর্ণভাবে জল প্রতিরোধী। এছাড়া, এই অডিও ওয়্যারেবেলটিতে একটি একক মাল্টিফাংশন বাটন রয়েছে, যেটিকে কাজে লাগে ইউজাররা মিউজিক প্লে/পজ করতে, বিভিন্ন ট্র্যাকে স্যুইচ করতে, এবং কল রিসিভ/রিজেক্ট করতে সক্ষম হবেন।

৩. Ptron Studio Pixel Over-Ear Wireless Gaming Headphones: ৩,০০০ টাকা ছাড়ের দরুন মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে

পিট্রন স্টুডিও পিক্সেল ওভার-ইয়ার ওয়্যারলেস গেমিং হেডফোনটিতে একটি ৪০ মিমি অডিও ড্রাইভার ইউনিট, একটি এইচডি মাইক্রোফোন, ৩০ এমএস লো ল্যাটেন্সি মোড, এবং ব্লুটুথ v5.3 সাপোর্ট রয়েছে। ডিভাইসটি ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম অফার করতে সক্ষম।

৪. Mivi Collar Flash Bluetooth Wireless Earphones: ২,১০০ টাকার ডিসকাউন্টের পর ৮৯৯ টাকায় কেনা যাবে

মিভি কলার ফ্ল্যাশ ওয়্যারলেস ইয়ারফোনটিতে প্যাসিভ নয়েজ ক্যানসেলেশন (Passive Noise Cancellation) ফিচার এবং ব্লুটুথ v5.0 সাপোর্ট দেওয়া হয়েছে। এই অডিও ওয়্যারেবেলটি ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। তদুপরি, আইপিএক্স৪ (IPX4) রেটিংপ্রাপ্ত হওয়ায় এটি পুরোপুরিভাবে জল এবং ঘাম প্রতিরোধী।

৫. PTron Bullet Wireless WX21 15W Fast Charging Pad: ১,২০০ টাকা ডিসকাউন্টের সুবাদে ৭৯৯ টাকায় উপলব্ধ

পিট্রন বুলেট ওয়্যারলেস ডব্লিউএক্স২১-এ কোনো ডিভাইসকে খুব দ্রুত চার্জ করার জন্য ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই কম্প্যাক্ট ওয়্যারলেস চার্জারটি লো টেম্পারেচার এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন সহ আসে। এছাড়া, এই গ্যাজেটটির নীচে নন-স্লিপ সিলিকন প্যাড রয়েছে।

৬. AmazonBasics Wireless Mouse: ৮৫০ টাকা ছাড়ের দরুন ৩৪৯ টাকায় কেনা যাবে

অ্যামাজনের নিজস্ব এই ওয়্যারলেস মাউসটি একটি প্লাগ-অ্যান্ড-ফরগট ইউএসবি মিনি-রিসিভার সহ এসেছে এবং ১০ মিটার পর্যন্ত দূরত্বে ওয়্যারলেস কানেক্টিভিটি অফার করে। যে-কোনো সারফেসেই যাতে এটিকে অতি অনায়াসে ব্যবহার করা যায়, তার জন্য এতে অ্যাডভান্সড অপটিক্যাল ট্র্যাকিং ফিচার দেওয়া হয়েছে। ডিভাইসটি কোনো পিসি (PC), ম্যাক (Mac), ল্যাপটপ এবং ট্যাবলেটের সাথে সামঞ্জস্যপূর্ণ।

Tags:    

Similar News