Ather Energy আগামী ছ'মাসের মধ্যে দেশে নতুন ই-স্কুটার লঞ্চ করবে, থাকবে বড় ব্যাটারি, বাড়বে পাওয়ার

By :  SHUVRO
Update: 2022-02-07 15:00 GMT

দেশের ইলেকট্রিক স্কুটারের বাজারে ভরসাযোগ্য এবং নামী সংস্থাগুলির মধ্যে অন্যতম বেঙ্গালুরুর এথার এনার্জি (Ather Energy)। ভারতে যখন দু'চাকার বৈদ্যুতিক গাড়ির বিক্রি মেরেকেটে মাসে ১,৫০০-২,০০০ এর মধ্যে থাকতো, সেই সময় প্রথম 'মেড ইন ইন্ডিয়া' স্মার্ট ই-স্কুটার নিয়ে যাত্রা শুরু হয়েছিল এথার-এর। সেটা ছিল ২০১৬ সাল। তার বছর চারেক পর আরও দু'টি নতুন বৈদ্যুতিক স্কুটার বাজারে নিয়ে আসে সংস্থাটি - Ather 450X ও Ather 450 Plus৷ বর্তমানে এগুলি তাদের ফ্ল্যাগশিপ মডেল।

এদিকে বিগত কয়েকমাসে দেশে বিভিন্ন ব্র্যান্ডের একের পর এক আধুনিক ই-স্কুটার লঞ্চ হয়েছে। সেইসঙ্গে এথার-এর জন্মস্থান বেঙ্গালুরু থেকে উঠে আসা ওলা ইলেকট্রিক (Ola Electric) ও সিম্পল এনার্জি (Simple Energy) প্রযুক্তিগত উৎকর্ষতার মাপকাঠিতে আলোচনার কেন্দ্রে। সংশ্লিষ্ট মহলের মত, স্পেসিফিকেশন ও ফিচারের ক্ষেত্রে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে এথার।

প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টক্কর দিতে এবার জোরকদমে লেগে পড়েছে এথার এনার্জি৷ সংস্থাটি তাদের বৈদ্যূতিক স্কুটারের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। ইটি টেক-এর এক রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। নতুন ভ্যারিয়েন্টে শক্তি যেমন বাড়বে, তেমন একচার্জে বেশি পথ চলতে পারবে। এথার এনার্জির 450 সিরিজের আপকামিং স্কুটারের নাম অজানা। তবে সেটি আগামী ছ'মাসের মধ্যে দেশের বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, Ather 450X-এ ২.৯ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক রয়েছে। যা চার্জে পরিপূর্ণ অবস্থায় ৮৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম৷ তবে আদর্শ পরিস্থিতে সেটা ১১৫ কিমি ছুঁতেও সক্ষম বলেও দাবি এথারের। যেটাকে আমরা সার্টিফায়েড রেঞ্জ হিসেবে চিনি।

এথার-এর নতুন ই-স্কুটারে আরও বড় ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে দাবি করা হয়েছে। যা একবার চার্জ দিলে বাস্তবে ১১০-১১৫ কিমি সফর করার ক্ষমতা রাখবে। এছাড়া, সংস্থার নতুন বিদ্যুৎচালিত স্কুটারে কেমন ফিচার বা প্রযুক্তির সমন্বয় ঘটবে, সেটা এখনও সামনে আসা বাকি।

Similar News