১,০০০ টাকা বিলে মিলবে ওটিটি বেনিফিটসহ আরো নানা সুবিধা; Jio ও Airtel-এর সেরা পোস্টপেইড প্ল্যান এগুলি

By :  SUPARNAMAN
Update: 2022-02-27 15:40 GMT

আকর্ষণীয় পোস্টপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কে বলতে হলে এই মুহূর্তে দেশের প্রধান দুই টেলিকম অপারেটর সংস্থা Reliance Jio (রিলায়েন্স জিও) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল) উভয়ের ঝুলিতেই গ্রাহকদের জন্য একাধিক বিকল্প রয়েছে। এগুলির দাম বিভিন্ন রকম। আবার এদের মধ্যে অনেক প্ল্যান দুর্দান্ত ওটিটি (OTT) সুবিধার সঙ্গে উপলব্ধ। আসলে বর্তমানে উপভোক্তা মহলে ওটিটি কনটেন্টের বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই গ্রাহকদের জন্য এই প্ল্যানগুলি বরাদ্দ করা হয়েছে। সেক্ষেত্রে ১,০০০ টাকার কম মূল্যে বিদ্যমান Jio এবং Airtel-এর কোন কোন পোস্টপেইড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা সবচেয়ে লাভবান হবেন, সেই নিয়েই রইল আমাদের আজকের প্রতিবেদন।

১,০০০ টাকার কমে ওটিটি সুবিধা অফারকারী Jio পোস্টপেইড প্ল্যান

এ প্রসঙ্গে শুরুতেই ৩৯৯ টাকার বিনিময়ে হাজির রিলায়েন্স জিও পোস্টপেইড প্ল্যান সম্পর্কে বলতে হয়। এর সাথে প্রতি মাসে ৭৫ জিবি ইন্টারনেট ডেটা খরচের সুবিধা মিলবে। এছাড়া এই প্ল্যান উপভোক্তাদের ২০০ জিবি রোলওভার ডেটা, অফুরন্ত ভয়েস কলিং ও দৈনিক ১০০ এসএমএস পাঠানোর সুবিধা দেবে। এরপর আলোচনায় আসবে ৫৯৯ টাকার রিলায়েন্স জিও পোস্টপেইড প্ল্যান যা মাসে ১০০ জিবি ডেটা খরচের ছাড়পত্র দেবে। একইসাথে এর সাথে পুরো ২০০ জিবি রোলওভার ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা সহ দৈনিক ১০০ এসএমএস পাঠানোর সুযোগ পাওয়া যাবে। সর্বোপরি এই প্ল্যান উপভোক্তাকে ১টি অতিরিক্ত সিম কার্ড প্রদান করবে।

আবার ৭৯৯ টাকার জিও পোস্টপেইড প্ল্যান রিচার্জ করলে সর্বোচ্চ ২টি অতিরিক্ত সিম কার্ডসহ মাসিক ১৫০ জিবি ডেটা খরচের সুযোগ মিলবে। এটিও ২০০ জিবি রোলওভার ডেটা, দৈনিক ১০০ এসএমএস প্রেরণ এবং আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেবে। পরিশেষে রিলায়েন্স জিও'র ৯৯৯ টাকা মূল্যের ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান সম্পর্কে উল্লেখ করতে হয়। এর সাথে মোট তিনটি অ্যাডিশনাল সিম কার্ড পাওয়া যাবে। তাছাড়া এই প্ল্যান মাসে ২০০ জিবি ডেটা খরচের সুবিধা দেবে। সর্বোপরি প্ল্যানটি ৫০০ জিবি রোলওভার ডেটা, অফুরন্ত ভয়েস কলিং ও দৈনিক ১০০ এসএমএসের সুবিধা সহ উপলব্ধ।

বলে রাখি, জিওর উপরোক্ত প্রতিটি প্ল্যানের সঙ্গে ওটিটি বেনিফিট হিসেবে Netflix, Amazon Prime Video এবং Disney+Hotstar সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

১,০০০ টাকার কমে ওটিটি সুবিধা অফারকারী Airtel পোস্টপেইড প্ল্যান

এক্ষেত্রে প্রাথমিকভাবে ৪৯৯ টাকার 'এয়ারটেল ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান' (Airtel Infinity Family Plan) বেছে নেওয়া যেতে পারে। এটি মাসে ৭৫ জিবি ডেটা খরচের পাশাপাশি ২০০ জিবি রোলওভার ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং সহ দৈনিক ১০০ এসএমএস পাঠানোর সুবিধা প্রদান করবে। তাছাড়া এই প্ল্যানের সাথে একটি রেগুলার সিম কার্ড পাওয়া যাবে। উপরন্তু এটি 'এয়ারটেল থ্যাঙ্কস প্ল্যাটিনাম' (Airtel Thanks Platinum) রিওয়ার্ডসহ উপলব্ধ। সেজন্য এর সাথে ১ বছরের Amazon Prime Video এবং Disney+ Hotstar VIP সদস্যপদ পাওয়া যাবে। সর্বোপরি প্ল্যানটি Airtel Xstream এবং Wynk Music অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রদান করবে।

অন্যদিকে ৯৯৯ টাকার 'এয়ারটেল ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান' রিচার্জ করলে মাসিক ১৫০ জিবি ডেটা খরচের সুযোগ পাওয়া যাবে। এছাড়া এটি মোট ২০০ জিবি রোলওভার ডেটা, আনলিমিটেড ভয়েস কলিংসহ প্রত্যহ ১০০ এসএমএস পাঠানোর সুবিধা দেবে। সর্বোপরি ১টি রেগুলার এবং ২টি অ্যাড-অন রেগুলার ভয়েস কানেকশনসহ উপলব্ধ এই প্ল্যান, পূর্বোক্ত ৪৯৯ টাকার রিচার্জ বিকল্পের অনুরূপ 'এয়ারটেল থ্যাঙ্কস প্ল্যাটিনাম' বেনিফিটগুলি অফার করবে।

Tags:    

Similar News