Airtel গ্রাহকদের জন্য সুখবর, এই প্ল্যানে পাবেন রোজ ৫০০ এমবি ফ্রি ডেটা
২৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের সঙ্গে Airtel গ্রাহকদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। বাজারে এর উপস্থিতি নতুন নয়। তবে এই প্ল্যানকেই এবার নতুন মোড়কে হাজির করছে ভারতী এয়ারটেল। আসলে এখন থেকে এটি গ্রাহকদের বাড়তি ডেটা সুবিধা প্রদান করবে। অনবগতদের জন্য জানিয়ে রাখি, এতদিন ২৪৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়া যেত। তবে এবার থেকে ২৪৯ টাকা রিচার্জের বিনিময়ে গ্রাহকেরা দিনে ২ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন। দৈনিক ভিত্তিতে গ্রাহকেরা বাড়তি ০.৫ জিবি ডেটা রিডিম করতে পারবেন। তবে সেজন্য আগ্রহীদের Airtel Thanks App ব্যবহার করতে হবে।
অতিরিক্ত ডেটা সুবিধা প্রদানের কথা বাদ দিলে ২৪৯ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যানের অন্যান্য সুবিধাগুলি একই রয়েছে। অর্থাৎ আগের মতোই এই প্ল্যান গ্রাহকদের দৈনিক অফুরন্ত ভয়েস কলিং ও ১০০ এসএমএস প্রেরণের স্বাধীনতা দেবে। বাড়তি হিসেবে থাকবে এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিট (যেমন - ০.৫ জিবি'র অতিরিক্ত ডেটা সুবিধা)।
উল্লেখ্য, ২৪৯ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান ২৮ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। সুতরাং এই প্ল্যান রিচার্জ করলে সর্বমোট ৫৬ জিবি ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। আগে প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকেরা অনেক কম ডেটা (৪২ জিবি) খরচের সুবিধা পেতেন।
এছাড়া ২৪৯ টাকার প্ল্যান রিচার্জের বিনিময়ে এয়ারটেল গ্রাহকেরা ট্রায়াল হিসেবে ১ মাসের Amazon Prime Video Mobile Edition অ্যাক্সেস সহ ১ বছরের Shaw Academy, Apollo 24/7 Circle, Wync Music এবং Airtel HelloTunes-এর সাবস্ক্রিপশন পাবেন। সর্বোপরি এই প্ল্যান উপভোক্তাদের ১০০ টাকার FASTag ক্যাশব্যাক জেতার সুযোগ দেবে। সুতরাং সব দিক দিয়েই ২৪৯ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান গ্রাহকের পক্ষে লাভজনক।
আলোচ্য প্ল্যানের সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত খোদ এয়ারটেলের পক্ষেও লাভজনক হবে বলে টেলিকম অনুরাগীদের একাংশ মনে করছেন। সাধারণ অফার নয়, বরং একে তারা সংস্থার পরিকল্পিত চাল হিসেবেই দেখছেন। এক্ষেত্রে সংস্থার নিজস্ব অ্যাপের ব্যবহার বাড়বে।