River Indie: স্কুটিতে এবার বাইকের সুবিধা, দেশের প্রথম চেইন ড্রাইভযুক্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল
রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারের নতুন আপডেটেড ভার্সন লঞ্চ হল। স্কুটারের দামেও পরিবর্তন করেছে সংস্থা। ভারতের প্রথম ইলেকট্রিক স্কুটার হিসাবে এতে পাওয়া যাবে চেইন ড্রাইভ সিস্টেম।
ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রতিযোগিতা ক্রমশ বেড়ে চলেছে। নিত্য নতুন মডেলের আবির্ভাব, উচ্চ রেঞ্জ, স্টাইলিশ ডিজাইন ও বাজেট ফ্রেন্ডলি দামের কারণে একাধিক সংস্থা জমি দখল করার লক্ষ্যে। এই বাজারে একটি মজবুত ইলেকট্রিক স্কুটার বলতে পারেন রিভার ইন্ডি (River Indie)। সম্প্রতি তার আপডেটেড ভার্সন লঞ্চ করেছে সংস্থা। এটি ভারতের প্রথম ইলেকট্রিক স্কুটার, যেখানে পাওয়া যাবে চেইন ড্রাইভ সিস্টেম। স্কুটারের দামেও পরিবর্তন করেছে সংস্থা।
রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারে নতুন কী?
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল বেল্ট ড্রাইভ সিস্টেম থেকে চেইন ড্রাইভ সিস্টেমে স্থানান্তর। একটি সিঙ্গেল স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই চেইন ড্রাইভ সিস্টেম। দেশের একমাত্র ইলেকট্রিক স্কুটার, যেখানে এমন সুবিধা রয়েছে। সংস্থার দাবি, বৈশিষ্ট্যটি স্কুটারের স্থায়িত্ব বাড়াতে এবং দীর্ঘমেয়াদী মালিকানার খরচ কমাতে সাহায্য করবে। এর পাশাপাশি ২০২৫ ভার্সনটি নতুন উইন্টার হোয়াইট এবং স্টর্ম গ্রে রংয়ে পাওয়া যাবে।
রিভার ইন্ডি : রেঞ্জ ও ব্যাটারি
স্কুটারে পাবেন ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ১৬০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া মিলবে ৭৫০ ওয়াট শক্তির সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি। ৫ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ করা যাবে। স্কুটারে রয়েছে তিনটি রাইডিং মোড - ইকো, রাইড ও রাশ।
এই ইলেকট্রিক স্কুটারে ৫৫ লিটার স্টোরেজ রয়েছে। এর মধ্যে ৪৩ লিটার সিটের নীচে এবং ১২ লিটার গ্লোভবক্সে। স্মার্ট ফিচারের মধ্যে পাবেন LED লাইটিং, দুটি USB চার্জিং পোর্ট, ৬ ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে, রিভার্স পার্কিং, ডিস্ক ব্রেক ইত্যাদি।
রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারের দাম
২০২৫ রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১.৪৩ লাখ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের থেকে ১৮ হাজার টাকা বেশি।