Honda Activa e: অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এল হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার, পেট্রল মডেলের তুলনায় দ্বিগুণ মাইলেজ!

২০২৫ সালের বসন্তে ভারতে দুটি ইলেকট্রিক স্কুটার বাজারে আনবে হোন্ডা - Activa E এবং QC1। এদিন দুই স্কুটার দেশে উন্মোচন করল সংস্থা। কী ফিচার্স, কত রেঞ্জ এবং কবে থেকে বুকিং সমস্ত তথ্য প্রতিবেদনে রইল।

Update: 2024-11-27 07:51 GMT

Honda Activa E & QC1 Electric Scooters 

অবশেষে দেশের ইলেকট্রিক ভেহিকেলের বাজারে প্রবেশ করল হোন্ডা (Honda)। বিপুল জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভার ভোল পাল্টে নতুন ইলেকট্রিক অ্যাক্টিভা নিয়ে জাপানি সংস্থাটি। যার নাম রাখা হয়েছে অ্যাক্টিভা ই (Activa e)। এদিন এই স্কুটারের সঙ্গে উন্মোচন হল আরও একটি স্কুটার QC1। ২০২৫ সালের বসন্তে দুই স্কুটার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে ভারতে। দাম ঘোষণা হবে। তবে আজ স্কুটারগুলির ফিচার্স, রেঞ্জ সম্পর্কে একাধিক তথ্য খোলসা করেছে হোন্ডা।

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক ও QC 1 : দাম ও বুকিং

২০২৫ সালের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে এই দুই স্কুটার। বুকিং চালু হবে আগামী বছর জানুয়ারি থেকে। ওই মাসেই ঘোষণা করা হবে দাম। কর্ণাটকের বেঙ্গালুরুতে উৎপাদন অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার।

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক ও QC 1 : ফিচার্স রেঞ্জ

ফিচার্স ও রেঞ্জে যাওয়ার আগে জানিয়ে রাখি, এটি দেশের বাজারে সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার। সুতরাং, তা নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। জনগণের এই প্রত্যাশা কতটা রাখতে পারে হোন্ডা সেটাই এখন দেখার। ফিচারের কথা যদি বলি, অ্যাক্টিভা ইলেকট্রিকে দুটি সোয়াপেবেল ব্যাটারি প্রযুক্তি থাকবে। ডিজাইনের ক্ষেত্রে দুই ইলেকট্রিক স্কুটারেই একই স্টাইলিং এলিমেন্ট রয়েছে।

QC 1 স্কুটারে LED লাইটিং না থাকলেও, অ্যাক্টিভা ইলেকট্রিকে পাবেন LED লাইট ও ইন্ডিকেটর। পাশাপাশি এই স্কুটারের সামনে রয়েছে ডিস্ক ব্রেক। যেখানে QC 1 এর দু’চাকাতেই মিলবে ড্রাম ব্রেক। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে TFT ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, কল ও SMS এলার্ট, মিউজিক কন্ট্রোল এবং নেভিগেশন। QC 1 মডেলে ডিসপ্লে রয়েছে এলসিডি।

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে ফুল চার্জে ১০২ কিলোমিটার এবং QC 1 ইলেকট্রিক স্কুটার এক চার্জে ৮০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। তিনটি রাইডিং মোড পাওয়া যাবে স্কুটারগুলোতে - স্ট্যান্ডার্ড, স্পোর্ট এবং ইকন। শক্তির নিরিখে অ্যাক্টিভা ইলেকট্রিক সর্বাধিক ৮ হর্সপাওয়ার এবং QC 1 সর্বাধিক ২.৪ হর্সপাওয়ার উৎপন্ন করতে সক্ষম।

Tags:    

Similar News