EMotorad ST-X: স্মার্টফোনের দামে কিনুন ইলেকট্রিক সাইকেল, প্যাডেল না করেই ৩০ কিমি চালাতে পারবেন

বাজারে লঞ্চ হল নতুন ইলেকট্রিক সাইকেল ইমটোরাড এসটি-এক্স। ২৫০ ওয়াট ইলেকট্রিক মোটর, লাইট এবং হর্ন রয়েছে এই সাইকেলে। সীমিত সময়ের জন্য এটি ডিসকাউন্ট দামে পাওয়া যাবে।

Update: 2024-11-27 08:15 GMT

EMotorad ST-X Electric Cycle Launched

ইলেকট্রিক বাইক প্রস্তুতকারক ইমটোরাড (EMotorad) দেশে লঞ্চ করল ব্যাটারি চালিত সাইকেল এসটি-এক্স (ST-X)। শহরাঞ্চলে মসৃণ এবং আরামদায়ক রাইড পেতে আনা হয়েছে এই সাইকেল। সংস্থার দাবি, এই সাইকেলে অন্যান্য সাইকেলের মতো বেশি মাংসপেশীর জোর দিতে হবে না। কম উচ্চতা থাকলেও নিশ্চিন্তে আরাম করে চালানো যাবে সাইকেলটি। পুরুষদের পাশাপাশি মহিলারাও নিত্য যাতায়াত বা শরীরচর্চার জন্য এই সাইকেলের ব্যবহার করতে পারেন।

ছিমছাম চেহারা এবং অ্যাডজাস্টেবেল স্যাডেল ও হ্যান্ডেলবার রয়েছে সাইকেলে। এই সমস্ত বৈশিষ্ট্য থাকার কারণে নিত্যযাত্রী, উইকেন্ড রাইডার এবং ফিটনেস ফ্রিক সকলের জন্যই ভালো বিকল্প হতে পারে বলে দাবি সংস্থার। চলুন এবার এই সাইকেলের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

ইমটোরাড এসটি-এক্স : স্পেসিফিকেশন

এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে ৩৬ ভোল্ট ২৫০ ওয়াট রিয়ার হাব মোটর ও ৩৬ ভোল্ট ৭.৬৫ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। সাইকেলটি ফুল চার্জ হতে সময় নেবে ৪ থেকে ৫ ঘণ্টা। প্যাডেল চালিয়ে ফুল চার্জে রেঞ্জ ৩৫ কিলোমিটার। আর শুধু ইলেকট্রিক মোডে রেঞ্জ ৩০ কিলোমিটার।

ফিচারের ক্ষেত্রে রয়েছে একটি ডিসপ্লে ক্লাস্টার, যেখানে একাধিক তথ্য দেখা যাবে। পাবেন ১২টি ম্যাগনেট সেন্সর, রাতের বেলা চালানোর জন্য সাইকেলের সামনে রয়েছে একটি লাইট এবং গাড়ি ও পথচারীদের সজাগ করার জন্য একটি হর্ন। এই ইলেকট্রিক সাইকেল দুটি রঙে পাওয়া যাবে - বিজ এবং টিল ব্লু।

ইমটোরাড এসটি-এক্স : দাম ও বুকিং

শুরু হয়েছে সাইকেলটি প্রি-বুকিং। অনলাইনে ইমটোরাডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাবে। এছাড়া অ্যাম্যাজন ও ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে। অফলাইনেও কিনতে পারবেন ইমটোরাড এসটি-এক্স। সাইকেলটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা।

Tags:    

Similar News