খেটে খাওয়া মানুষদের জন্য মাত্র ৩৯ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার আনল ওলা, ফুল চার্জে ১১২ কিমি চলবে

নতুন দুটি বাজেট-ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার আনল ওলা। মঙ্গলবার বাজারে S1 Z এবং Gig নামক দুটি মডেল লঞ্চ করেছে সংস্থা। দাম শুরু ৩৯,৯৯৯ টাকা থেকে। একগুচ্ছ বৈশিষ্ট্য রয়েছে দুই ইলেকট্রিক স্কুটারে।

Update: 2024-11-27 07:44 GMT

Ola S1 Z

কম দামে দারুণ দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল ওলা। এই বাজেট-ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার দুটি হল S1 Z এবং Gig। দাম শুরু ৩৯,৯৯৯ টাকা থেকে। মাত্র ৪৯৯ টাকা দিয়ে করতে পারবেন বুকিং। স্কুটার দুটির ডেলিভারি শুরু হবে ২০২৫ সালের এপ্রিল ও মে থেকে। বর্তমানে বিক্রির নিরিখে দেশের সবথেকে বড় সংস্থা ওলা ইলেকট্রিক। কম আয়ের চাকরিজীবিদের কথা ভেবে, তাদের নিত্য যাতায়াতের জন্য এই ইলেকট্রিক স্কুটার হাজির করেছে সংস্থা।

ওলা S1 Z এবং গিগ ইলেকট্রিক স্কুটারের দাম

দুই স্কুটারের মোট চারটি ভ্যারিয়েন্ট রয়েছে - S1 Z, S1 Z প্লাস, গিগ এবং গিগ প্লাস। গিগ মডেলের দাম শুরু ৩৯,৯৯৯ টাকা থেকে (এক্স-শোরুম)। গিগ প্লাস মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা। S1 Z মডেলের দাম শুরু ৫৯,৯৯৯ টাকা থেকে (এক্স-শোরুম)। S1 Z প্লাস মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা। স্কুটারগুলি বুক করা যাবে অনলাইন ও অফলাইনে। টোকেন মূল্য রাখা হয়েছে ৪৯৯ টাকা।


 



Ola S1 Z এবং Gig ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ও ফিচার্স

ওলা গিগ যার দাম সবথেকে কম, এই স্কুটারের ফুল চার্জে রেঞ্জ ১১২ কিলোমিটার। সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রিমুভেবেল ১.৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে এই মডেলে। অপরদিকে, গিগ প্লাসে পাওয়া যাবে তুলনামূলক বেশি রেঞ্জ। এতে ডুয়াল ব্যাটারি অপশন রয়েছে। ফুল চার্জে স্কুটারের রেঞ্জ ১৫৭ কিলোমিটার। সর্বোচ্চ গতি ৪৫ কিমি প্রতি ঘণ্টা।

টপ মডেল S1 Z এ ফুল চার্জে ১৪৬ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করেছে ওলা। স্কুটারের সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা। এই স্কুটারটি ছাত্র-ছাত্রী, অফিস কর্মী, ছোট ব্যবসায়ীদের জন্য উপযুক্ত হতে পারে বলে আশা সংস্থার। আর S1 Z প্লাস ইলেকট্রিক স্কুটারটি ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় কাজেই ব্যবহার করা যাবে। এতে একই ১৪৬ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। তবে মিলবে বাড়তি পেলোড ক্যাপাসিটি।

Tags:    

Similar News