Mahindra XEV 9e, BE 6e: চোখ জুড়ানো দুটি ইলেকট্রিক SUV আনল মাহিন্দ্রা, এক চার্জে যাবে ৫০০ কিলোমিটার

দু’দুটি স্টাইলিশ ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল মাহিন্দ্রা। নাম XEV 9e এবং BE 6e। এই নিয়ে ভারতে তৃতীয় ইলেকট্রিক কম্প্যাক্ট SUV লঞ্চ করল মাহিন্দ্রা।

Update: 2024-11-27 07:14 GMT

Mahindra XEV 9e & BE 6e Electric SUVs

ইলেকট্রিক গাড়ির বাজারে দু’দুটি SUV আনল মাহিন্দ্রা (Mahindra)। এদিন ভারতে লঞ্চ হল মাহিন্দ্রা XEV 9e এবং BE 6e। এই নিয়ে তিনটি কম্প্যাক্ট SUV গাড়ি নিয়ে এল সংস্থা। এর আগে লঞ্চ হয়েছিল XUV400 ইভি। নতুন গাড়িগুলি এক চার্জে যেতে পারে ৫০০ কিলোমিটার। সংস্থার নতুন Inglo প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে দুই চার চাকা। জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে পাওয়া যাবে গাড়িগুলি। ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি ও মার্চ থেকে।

মাহিন্দ্রার এই Inglo প্ল্যাটফর্ম মূলত ইলেকট্রিক গাড়ি ডিজাইন করার জন্যই স্থাপন করেছে সংস্থা। আধুনিক প্রযুক্তি, লং রেঞ্জ, উন্নত সুরক্ষা এবং ঠাসা ফিচার্স সম্পন্ন গাড়ি XEV 9e এবং BE 6e। আগামীদিনে এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আরও বেশ কয়েকটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা সংস্থার।

মাহিন্দ্রা XEV 9e এবং BE 6e : ইন্টিরিয়র ও ফিচার্স

সংস্থার দাবি, ফাইটার জেট থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে দুই গাড়ির কেবিন। XEV 9e মডেলে রয়েছে ১২.৩ ইঞ্চি ডিসপ্লে-সহ ট্রিপল স্ক্রিন সেটআপ। BE 6e মডেলে রয়েছে দুটি স্ক্রিন। ফিচারের মধ্যে আরও রয়েছে - অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং, প্যানারমিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ১৬ স্পিকার হার্মান কার্ডন অডিয়ো সিস্টেম ইত্যাদি।

মাহিন্দ্রা XEV 9e এবং BE 6e : ব্যাটারি ও রেঞ্জ

দু’ধরনের ব্যাটারির অপশন রয়েছে গাড়িগুলিতে - ৫৯ কিলোওয়াট আওয়ার এবং ৭৯ কিলোওয়াট আওয়ার। তবে প্রাথমিক পর্যায়ে ৫৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারির অপশনটি পাওয়া যাবে। দুই গাড়িতেই রয়েছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি প্যাক। গাড়ি দুটির সঙ্গে পাওয়া যাবে ১৭৫ কিলোওয়াট শক্তি সম্পন্ন ডিসি ফাস্ট চার্জিং। ২০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে যা সময় নেবে মাত্র ২০ মিনিট। দুই ইলেকট্রিক গাড়ির রেঞ্জ ফুল চার্জে ৫০০ কিলোমিটার (৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি)। সর্বাধিক ২২৪ থেকে ২৭৮ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে এই দুই ইলেকট্রিক গাড়ি।

মাহিন্দ্রা XEV 9e এবং BE 6e : দাম

মাহিন্দ্রা XEV 9e ইলেকট্রিক গাড়ির দাম রাখা হয়েছে ২১.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)। আর মাহিন্দ্রা BE 6e গাড়ির দাম ১৮.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News