BSNL এর 4G পরিষেবা বেকায়দায় ফেলতে পারে Jio, Airtel ও Vi-এর 5G পরিষেবা কে

By :  SUPARNAMAN
Update: 2022-03-12 15:03 GMT

আর কিছুদিনের মধ্যেই ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তির উপরে নির্ভরশীল তাদের নিজস্ব 4G নেটওয়ার্ক রোলআউট করতে চলেছে। সেদিক দিয়ে দেখতে গেলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ভবিষ্যতে Reliance Jio, Airtel এবং Vodafone Idea বা Vi -এর মতো বেসরকারি টেলিকম অপারেটরদের বিরুদ্ধে যোগ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। ইতিপূর্বে উক্ত বেসরকারি টেলকোগুলি নিজস্ব 4G পরিষেবা নিয়ে হাজির হলেও তারা কেউই বিএসএনএলের মতো দেশীয় নেটওয়ার্ক উপকরণ ব্যবহার করে আলোচ্য ক্ষেত্রে সাফল্য পায়নি। অর্থাৎ এ ব্যাপারে BSNL প্রতিদ্বন্দ্বী Jio সহ অন্যান্যদের অনেকটাই পেছনে ফেলতে চলেছে।

অবগতির জন্য জানিয়ে রাখি, প্রখ্যাত টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএসের (TCS) সহায়তায় বিএসএনএল এর মধ্যেই তাদের 4G কোর নেটওয়ার্ক ট্রায়ালের কাজ শেষ করেছে। বর্তমানে উক্ত সংস্থাদ্বয় রেডিও নেটওয়ার্ক ট্রায়াল পরিচালনায় রত যা সম্পন্ন হতে আর সামান্য কয়েক দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

ভারতের টেলিকম ব্যবসায় বড়সড় প্রভাব ফেলতে পারে BSNL 4G

আজ্ঞে হ্যাঁ, বিএসএনএলের নিজস্ব 4G নেটওয়ার্কের আগমন ভারতের টেলিকম ব্যবসাকে উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত করবে বলে বিশেষজ্ঞেরা মনে করছেন। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত টেলকোর সবথেকে বড় সহায় হতে চলেছে তাদের স্বদেশী প্রযুক্তির উপরে নির্ভরশীল পরিষেবা প্রদানের ক্ষমতা। এজন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে বিএসএনএল যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয়ে বাধ্য হলেও, ভবিষ্যতে এটিই তাদের বাজারের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখবে। কেননা এর ফলে দীর্ঘমেয়াদীভাবে তারা গ্রাহকদের অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের পরিষেবা সরবরাহ করতে পারবে।

এছাড়াও বিএসএনএল 4G ব্যবহারকারীরা ভবিষ্যতে গুণমানের দিক থেকে উন্নত নেটওয়ার্ক সাপোর্ট লাভ করতে পারেন যা তাদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরো মসৃণ ও নির্ঝঞ্ঝাট করবে। বেসরকারি টেলিকম অপারেটরগুলি যখন তাদের ট্যারিফ মূল্য বাড়াতে অত্যন্ত তৎপর, সেই পরিস্থিতিতে বিএসএনএলের সাশ্রয়ী এবং মসৃণ 4G পরিষেবা বাড়তি গ্রাহক আকর্ষণ করবে বৈকি!

এদিকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আগামী মাসে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল প্রয়োজনীয় 4G ইক্যুইপমেন্টের অর্ডার দিতে পারে। এর ফলে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ সংস্থাটি নিজস্ব 4G নেটওয়ার্ক লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।

পরিশেষে উল্লেখ্য, গত ডিসেম্বরে (২০২১) BSNL তাদের পরিষেবার আওতায় অজস্র নতুন গ্রাহক যুক্ত করতে সমর্থ হয়েছে। তাই পরবর্তীকালে নিজেদের গ্রাহকভিত্তিকে আরো মজবুত করতে বর্তমানে সংস্থাটি খুবই তৎপরতার সঙ্গে 4G লঞ্চের উদ্যোগে ব্যস্ত। তবে এখনই তারা পরবর্তী প্রজন্মের 5G নেটওয়ার্ক প্রকাশ্যে আনার কথা ভাবছে না।

Tags:    

Similar News