Scam: WhatsApp-এর মাধ্যমে Call করেন? ভোটের মুখে চলছে ভয়ঙ্কর খেলা, সতর্ক করল কেন্দ্র
দিন-কে-দিন যোগাযোগ মাধ্যম হিসেবে WhatsApp যতো বেশি করে ভারতের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, ততোই এই প্ল্যাটফর্মটিকে প্রতারণার ফাঁদ হিসেবে কাজে লাগানোর নানা ফন্দি-ফকির বের করছে আরেকদল মানুষ। যেমন, হালফিলে WhatsApp-এর সাহায্যে কলিংয়ের বিষয়টি ইউজারদের জন্য অযাচিত ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে, কেননা এতে স্ক্যামের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেক্ষেত্রে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় টেলিকম বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT), এখন WhatsApp ব্যবহারকারীদের জন্য একটি অ্যাডভাইজ়রি বা সতর্কবার্তা জারি করেছে, যেখানে তাদের বিদেশি মোবাইল নম্বর থেকে আসা WhatsApp কল সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।
DoT বলেছে যে, ব্যবহারকারীদের +92-XXXXXXXXXX-এর জাতীয় ইন্টারন্যাশনাল নম্বর থেকে আসা কলগুলির বিষয়ে সতর্ক থাকতে হবে৷ মূলত এই ধরণের নম্বরের ভুয়ো ইনকামিং কলগুলিতে ইউজারদের কানেকশন বিচ্ছিন্ন করা বা অপব্যবহারের নামে ভয় দেখানো হচ্ছে বলে তারা জানিয়েছে, অথচ বিভাগ কাউকে তার নামে এই ধরনের কল করার অনুমতি দেয়না। তাই কলগুলিতে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে DoT। এই প্রসঙ্গে বলে রাখি, এমন ধরনের জালিয়াতি যে এই প্রথমবার দেখা যাচ্ছে তা নয়, গত বছরেও এরকম কিছু উদাহরণ আমাদের সামনে এসেছে।
সন্দেহ হলেই অভিযোগ জানান CHAKSHU-তে
জানা গিয়েছে যে, সাইবার অপরাধীরা আর্থিক জালিয়াতি এবং ডেটা চুরির উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে ভুয়ো কল করছে। তাই কোনো ইউজার যদি এই ধরনের কল পেয়ে থাকেন এবং ভুলবশত তা এড়াতে সক্ষম না হন, তাহলেও তিনি যেন কোনো অবস্থাতেই কলকারীকে নিজের তথ্য-বিবরণ না দেন, সেই বিষয়ে সতর্ক করেছে টেলিকম বিভাগ। পাশাপাশি মন্ত্রকের তরফে নাগরিকদের সঞ্চার সাথী (Sanchar Saathi) পোর্টালের 'চাকসু-রিপোর্ট সাসপেক্টেড্ ফ্রড কমিউনিকেশন' (Chakshu-Report Suspected Fraud Communications) সেকশনে এই ধরনের কল সম্বন্ধে রিপোর্ট করতে বলা হয়েছে।
এক্ষেত্রে ইউজার এবং টেলিকম বিভাগের মধ্যেকার এই বোঝাপড়া টেলিকম পরিষেবার ক্ষেত্রে আর্থিক জালিয়াতি তথা সাইবার অপরাধ প্রতিরোধে অনেকটা উপযোগী হবে বলে মনে করা হচ্ছে। আসলে কয়েকদিন আগে চালু হওয়া চাকসু পরিষেবাটিকে ইউজারদের অনলাইনে জালিয়াতি সম্পর্কে অভিযোগ জানানোর উদ্দেশ্যেই প্রস্তুত করা হয়েছে। তবে ডিওটি বলেছে, প্রয়োজনে ইউজাররা তাদের হেল্পলাইন নম্বর 1930 বা www.cybercrime.gov.in ওয়েবসাইট ব্যবহার করেও যেকোনো ধরনের সাইবার অপরাধ সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন।
সামনেই লোকসভা নির্বাচন, এমতাবস্থায় ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি রুখতে অত্যন্ত তৎপর হয়েছে মোদী সরকার। বর্তমানে কেন্দ্র, সিকিউর ইন্ডিয়া প্রোজেক্ট শুরু করেছে যা জাতীয়, সাংগঠনিক এবং ব্যক্তিগত – তিনটি স্তরে ক্রমাগত কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।