Flipkart: বেশি টাকায় বিক্রি করুন পুরানো বা ব্যবহার করা ফোন, চালু হল সেল-ব্যাক প্রোগ্রাম
শুক্রবার, ২৩শে সেপ্টেম্বর থেকে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) শুরু হয়েছে অনলাইন কেনাকাটার অন্যতম মহোৎসব 'বিগ বিলিয়ন ডেজ সেল' (Big Billion Days Sale)। প্রতিবছর ক্রেতারা Flipkart -এর এই সেল শুরুর দিকে মুখিয়ে থাকেন, কেননা এই সেল উপলক্ষে আলোচ্য সংস্থা ক্রেতাদের সামনে জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স, স্মার্টফোন, অ্যাক্সেসরিজ ফার্নিচার, বিউটি, স্পোর্টস প্রভৃতি অসংখ্য প্রোডাক্টের লোভনীয় সব ডিল নিয়ে হাজির হয়। সেক্ষেত্রে বাজার অপেক্ষা অনেক কম দামে ক্রেতাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট কেনার সুযোগ করে দিতে 'Flipkart Big Billions Days Sale' -এর জুড়ি মেলা ভার! চলতি বছরেও এই সেলকে সামনে রেখে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট, নয়া সেল-ব্যাক প্রোগ্রাম ('Sell-Back Program') লঞ্চ করেছে। এই প্রোগ্রাম অনুযায়ী, স্মার্টফোন আপগ্রেডের ক্ষেত্রে ক্রেতারা এবার থেকে বড়সড় সুবিধা পেতে চলেছেন। কি সেই সুবিধা, আসুন জেনে নেওয়া যাক।
নতুন 'Sell-Back Program' লঞ্চ করলো Flipkart, ব্যবহৃত/পুরনো স্মার্টফোন বিক্রি করলে মিলবে Buy-back ভ্যালু!
আজ্ঞে হ্যাঁ, সেল-ব্যাক প্রোগ্রামের ফায়দা উঠিয়ে আগ্রহীরা এবার থেকে স্মার্টফোন আপগ্রেডেশনের সময় পুরনো ও ব্যবহৃত ফোন বিক্রি করে পূর্বের তুলনায় অনেক বেশি টাকা হাতে পেয়ে যাবেন। সবথেকে বড় কথা, এক্ষেত্রে ব্যবহৃত ফোন বিক্রির বদলে ক্রেতারা তার বাই-ব্যাক ভ্যালু পর্যন্ত সংগ্রহ করতে পারবেন।
কেবলমাত্র অনলাইন কেনাকাটার বিশ্বস্ত ঠিকানাই নয়, বরং একইসাথে গ্রাহকদের একটি স্থায়ী এবং ভরসাযোগ্য রি-কমার্স প্ল্যাটফর্ম উপহার দিতে তারা উৎসবের মরশুমে নবঘোষিত Sell Back Program -এর সাথে হাজির হয়েছেন বলে ফ্লিপকার্ট জানিয়েছে। এর দ্বারা রি-কমার্স ব্যবসার ক্ষেত্রে তাদের বুনিয়াদ আরো পোক্ত হবে বলেই কোম্পানির ধারণা।
'Sell-Back Program' -এর ফায়দা উঠিয়ে পুরনো/ব্যবহৃত ফোন বিক্রি করুন এভাবে
১। প্রথমেই ফ্লিপকার্ট অ্যাপ ওপেন করুন। তারপর বটম বারে উপস্থিত Category -তে ক্লিক করে 'Sell back' অপশন বেছে নিন।
২। পুরনো/ব্যবহৃত ডিভাইসের ব্র্যান্ড, মডেল নেম, আইএমইআই (IMEI) নম্বর সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। এর বদলে ফ্লিপকার্ট আপনাকে ডিভাইসের প্রাইস রেঞ্জ প্রদান করবে।
৩। এক্ষেত্রে আপনি যদি কোম্পানির প্রস্তাবিত মূল্যসীমায় ফোন বিক্রিতে রাজি হন, তবে মাত্র ১ টাকার বিনিময়ে ডোরস্টেপ পিকআপ (Doorstep pick-up) এবং ফোনের অবস্থা যাচাইয়ের (Evaluation) অর্ডার প্রদান করতে পারেন।
৪। অর্ডার প্রদানের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ফ্লিপকার্টের এক্সিকিউটিভ আপনার বাড়ি থেকে পুরনো/ব্যবহৃত ডিভাইসটি সংগ্রহ করবেন।
৫। এভাবে আপনার সদর দরজা থেকে ডিভাইস পিকআপ ও যাচাইয়ের পর ফ্লিপকার্ট আপনাকে ফোনের সর্বশেষ মূল্য প্রদান করবে। এক্ষেত্রে সম্মতি দিলেই পিকআপের ২৪ ঘন্টার মধ্যে ফোনের দাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
৬। অবশ্য কোম্পানি প্রদত্ত প্রাইস রেঞ্জে ফোন বিক্রি করতে অসম্মত হলে যে কোনো মুহূর্তে অর্ডার ক্যানসেল করা যাবে বলে ফ্লিপকার্ট জানিয়েছে। এক্ষেত্রে কোম্পানি আপনাকে ১ টাকা রিফান্ড করবে।