Google Pixel Watch টেক্কা দেবে Apple Watch কে, কবে আসছে Wear OS 3.1 চালিত এই স্মার্টওয়াচ?
আপকামিং Google Pixel Watch নিয়ে চর্চা অব্যাহত। এবার এই আপকামিং স্মার্টওয়াচটির লঞ্চের সময় আসল। আজ্ঞে হ্যাঁ! সম্প্রতি টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) জানিয়েছেন, ওয়্যার ৩.১ অপারেটিং সিস্টেমে চালিত Google Pixel Watch খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে। উল্লেখ্য, বেশ কিছু সময় ধরে গুগলের এই ওয়্যারেবলটির লঞ্চ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
ব্লাস জানিয়েছেন, গুগলের পিক্সেল রোহান স্মার্টওয়াচটির লঞ্চ আসন্ন। তবে এর সঠিক দিনক্ষণ এখনো পর্যন্ত জানা যায়নি। এখানে জানিয়ে রাখি, আপকামিং গুগল স্মার্টওয়াচটির কোডনেম রাখা হয়েছে রোহান (Rohan ) । তবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না ঘড়িটি লঞ্চের সময় এই রোহান নামেই লঞ্চ হবে কিনা। সেক্ষেত্রে অ্যাপল এবং স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে এই ডিভাইসের জন্য গুগল আরো আকর্ষণীয় মার্কেটিং নাম গ্রহণ করতে পারে।
Google Pixel Watch এর সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
আপকামিং গুগল পিক্সেল ওয়াচ লেটেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম অর্থাৎ (ভার্সন) ৩.১ দ্বারা চালিত হবে। উল্লেখ্য, এই নতুন ভার্সন আগের ৩.০ এর থেকে সামান্য উন্নততর। নতুন ঘড়িটিতে এই অপারেটিং সিস্টেম ব্যবহারের ফলে এটি অ্যাপল ওয়াচের থেকে আরো উন্নততর টেকনোলজি অফার করবে বলে মনে করা হচ্ছে।
আবার ওয়াচটি গোলাকৃতি ডায়ালের সাথে আসতে চলেছে, এবং হাই -এন্ড ইসিজি মনিটরিং ফিচার অফার করবে বলে মনে হচ্ছে। এটি বেসিক সেন্সরের সঙ্গে একটি নতুন সংযুক্তিকরণ হবে। যার ফলে ঘড়িটি একটি গুরুত্বপূর্ণ হেলথ এবং ফিটনেস ডিভাইস হয়ে উঠবে। এছাড়া অনুমান করা হচ্ছে, এতে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এমনকি এর প্রসেসরটিও উন্নততর হবে। তবে এখনো পর্যন্ত ঘড়িটির দাম সংক্রান্ত কোনও তথ্য সামনে আসেনি।
Google Pixel Watch এর লঞ্চের তারিখ নিয়ে একাধিক গুজব রটেছে। কিন্তু সংস্থার তরফে নিশ্চিত করে কোনো তারিখ এখনও জানানো হয়নি। তবে অনেকে মনে করছেন, আগামী ১১ মে লঞ্চ হতে পারে নতুন স্মার্টওয়াচটি। কারণ ওই তারিখে গুগলের আইও ২০২২ ইভেন্ট অনুষ্ঠিত হবে।