টাকা নয়! ঘুষ হিসেবে iPhone 16 Pro চাইলো পুলিশ, তারপর...
ঘুষ হিসাবে এক জ্বালানি ব্যবসায়ীর কাছ থেকে iPhone 16 Pro দাবি করেন গুজরাতের পুলিশ ইন্সপেক্টর দীনেশ কুবাভাত। অভিযোগের পর তাকে হেফাজতে নিল গুজরাতের দুর্নীতি দমন শাখা।
ঘুষ হিসাবে iPhone 16 Pro নেওয়ার অভিযোগ উঠল গুজরাটের নভসারি জেলার ধোলাই বন্দরের মেরিন থানায় পুলিশ ইন্সপেক্টর দিনেশ কুবাভাতের বিরুদ্ধে। এদিন তাঁকে গ্রেপ্তার করেছে গুজরাত দুর্নীতি দমন শাখা এসিবি। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, এসিবি-র একজন আধিকারিক জানান যে, কুবাভাত এক জ্বালানি ব্যবসায়ীর কাছ থেকে ১.৪৪ লক্ষ টাকা মূল্যের আইফোন দাবি করেন।
সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে, দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা জানিয়েছেন, অভিযোগেকারীর কাছ থেকে আইফোন ১৬ প্রো নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়। ধোলাইয়ের নৌকা মালিকদের কাছে জ্বালানি বিক্রি করেন ওই ব্যবসায়ী। লাইট ডিজেল অয়েল (এলডিও) এর লাইসেন্স রয়েছে তার কাছে।
জানা গিয়েছে, কুবাভাত সম্প্রতি ব্যবসায়ীকে ব্যবসা সম্পর্কিত লাইসেন্স এবং অন্যান্য নথিপত্র নিয়ে মেরিন থানায় তার সাথে দেখা করতে বলেছিলেন। সেখানে তিনি অভিযোগকারীকে হুমকি দেন, ঘুষ না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। পুলিশ কর্মীকে হাতেনাতে ধরার জন্য তার চেম্বারেই ফাঁদ পেতে রেখেছিলা দুর্নীতি দমন শাখার একটি ইউনিট। তারপর ঘুষ লেনদেন হওয়ার আগেই তাকে ধরে ফেল এসিবি।
ভারত-সহ বিশ্বজুড়ে টেক ইন্ডাস্ট্রিতে ঘুষ হিসাবে এমন ইউনিক জিনিস লেনদেনের ঘটনা প্রচুর রয়েছে। চলতি বছর মে মাসে নিউইয়র্কে ডেভিড নামে একজন চাকরিপ্রার্থী ইন্টার্নশিপের জন্য আবেদন করেন। কিন্তু তার আবেদন করার পদ্ধতি ছিল বাকিদের থেকে আলাদা। যার জন্য সিইওর কাছ থেকে প্রশংসাও পেয়েছেন।
তিনি অনলাইনে সিভি জমা দেওয়ার পরিবর্তে, পিজ্জা এবং একটি হাতে লেখা নোট-সহ ব্যক্তিগতভাবে তাকে দিয়ে আসে। সেই নোটে তিনি এটাও লেখেন, এটি মূলত আমার সাইটে ভিজিট করার জন্য একটি ঘুষ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাজ্জব হয়ে যান তার এই কান্ড দেখে।