মেড ইন ইন্ডিয়া Suzuki Gixer 250 ও Gixer SF250 এবার লঞ্চ হবে এই দেশে
সামনের বছর অর্থাৎ ২০২৩ সালে মালয়েশিয়াতে Gixxer 250 ও Gixxer SF250 লঞ্চ করবে সুজুকি (Suzuki)। সম্প্রতি Paultan তাদের একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে। জিক্সার সিরিজের এই নেকেড ও ফুল-ফেয়ার্ড স্পোর্ট বাইক দু'টি ইতিমধ্যেই এশিয়া মহাদেশের একাধিক দেশ যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের বাজারে আত্মপ্রকাশ করেছে।
আবার হালে মালয়েশিয়ার বাজারে Raider F150i, GSX-S150 এবং GSX-R150 - ছোট ইঞ্জিন ক্যাপাসিটির সেগমেন্টের এই মোটরসাইকেলগুলি লঞ্চ করেছে হায়াবুসা খ্যাত সংস্থাটি। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের বাজারে Suzuki Gixxer 250 ও Gixxer SF250 পা রেখেছিল। পরবর্তীকালে সেগুলি জাপানের বাজারে নিয়ে আসে সুজুকি।
দু'টি মোটরবাইকই ২৪৯ সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৬ এইচপি ক্ষমতা এবং ৭,৫০০ আরপিএম গতিতে ২২.৬ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
প্রসঙ্গত, ভারতে ২০২১-এর এপ্রিলে Gixxer Twins নামে পরিচিত এই বাইক দু'টি ফেরত নেওয়ার কথা জানিয়েছিল সুজুকি। ইঞ্জিনে অতিরিক্ত ঝাঁকুনির অভিযোগ আসার ফলে ২০১৯ সালের ১২ আগস্ট থেকে ২০২১-এর ২১ মার্চ পর্যন্ত উৎপাদিত মোট ১৯৯টি ইউনিট ফেরানো হয়েছিল। এ দেশে সুজুকি জিক্সার ২৫০ রেঞ্জের প্রতিদ্বন্দ্বী বলতে Bajaj Dominar 250 ও Yamaha FZ 25।