ইলন মাস্কের Space-X -এর হাত ধরে এবার অন্তরীক্ষে পাড়ি দিচ্ছে ভারতীয় স্টার্টআপের স্যাটেলাইট

By :  SUPARNAMAN
Update: 2022-04-02 12:20 GMT

ধনকুবের ইলন মাস্ক পরিচালিত Space-X -এর ফ্যালকন ৯ (Falcon-9) রকেটের হাত ধরে এবার অন্তরীক্ষে পাড়ি দিচ্ছে ভারতীয় স্টার্টআপ Pixxel -এর প্রথম কমার্সিয়াল স্যাটেলাইট শকুন্তলা (Shakuntala)। আজ্ঞে হ্যাঁ, এই শকুন্তলায় রয়েছে এযাবৎ মহাকাশে পাড়ি দেওয়া অন্যতম শক্তিশালী হাইপারস্পেক্ট্রাল কমার্সিয়াল ক্যামেরা যা পৃথিবীর স্বাস্থ্য (Planet Health) সংক্রান্ত প্রতিটি পরিবর্তনের উপরে নজর রাখবে - বিবৃতির দ্বারা আলোচ্য স্টার্টআপের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে।

জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ ১লা এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরল থেকে 'শকুন্তলা' অন্তরীক্ষের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে। সেদিক থেকে একে পৃথিবীর নিম্নতর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ সমাবেশে পিক্সেলের প্রথম প্রচেষ্টা হিসেবে গণ্য করা যেতে পারে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে পিক্সেল ঠিক কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তা সময় এলেই স্পষ্ট হবে।

শকুন্তলাকে কেন্দ্র করে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগোবে Pixxel

এদিকে স্বনামধন্য স্পেস-এক্সের হাত ধরে মহাকাশে শকুন্তলাকে পাঠাতে পেরে খুব খুশি পিক্সেলের সিইও (CEO) আওয়াইস আহমেদ। বিগত ২০১৭ সালে Space-X Hyperloop Pod প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা থেকে শকুন্তলাকে কেন্দ্র করে বর্তমান সাফল্য - জীবন যেন পিক্সেলের প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ করে দিয়েছে। এরপর শকুন্তলা তার কাজে সফল হলে তারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরো খানিকটা এগিয়ে যাবেন, সে বিষয়ে সন্দেহ নেই।

উল্লেখ্য, সামান্য ১৫ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ শকুন্তলা (TD-2) দৃশ্যমান এবং ইনফ্রারেড স্পেক্ট্রাম থেকে ১০ মিটার প্রতি পিক্সেল রেজলিউশনে ও ১৫০টিরও বেশি কালার ব্যান্ডে ছবি তোলার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে লঞ্চের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এই স্যাটেলাইট আমাদের প্রিয় গ্রহের স্বাস্থ্য সংক্রান্ত সূক্ষ্ম পরিবর্তনগুলি চিহ্নিত করে তার যাবতীয় তথ্য গবেষক ও অনুসন্ধানীদের কাছে প্রেরণ করবে। এর ফলে আমরা প্রাকৃতিক গ্যাস নিঃসরণ, বনভূমি ধ্বংস, হিমবাহ গলন, দূষণ প্রভৃতি সম্পর্কে আরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে পারবো।

পরিশেষে উল্লেখ করা জরুরি, শকুন্তলাকে মহাকাশে প্রেরণের ক্ষেত্রে Pixxel বেশ কিছু সংস্থার আর্থিক সাহায্য লাভ করেছে। এদের মধ্যে রয়েছে Radical Ventures, Seraphim Space Capital, Lightspeed Partners, Blume Ventures, Sparta LLC সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।

Tags:    

Similar News