অ্যান্ড্রয়েড বা আইফোনে IMEI নম্বর জানবেন কীভাবে? শিখে রাখুন এই টিপস

ফোনের IMEI নম্বর জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ এটি চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন ব্লক করতে সাহায্য করে। অ্যান্ড্রয়েড বা আইফোনে IMEI নম্বর কীভাবে জানবেন দেখে নিন।

Update: 2024-11-25 17:53 GMT

IMEI বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি জেনে রাখা অত্যন্ত জরুরি। নিত্য ব্যবহারের ফোনের নানা বিষয়ে খোঁজ খবর রাখলেও IMEI নম্বর অজানা থেকে যায়। কিন্তু, এই নম্বরই ফোন চুরি হলে বা হারিয়ে গেলে ব্লক করতে সাহায্য করে। এছাড়া ফোনের নিরাপত্তা ও সেকেন্ড হ্যান্ড ফোনের ভ্যালিডিটি ইত্যাদি তথ্য জানতেও সাহায্য করে। অ্যান্ড্রয়েড বা আইফোনে এই IMEI নম্বর জানবেন কীভাবে শিখে রাখুন।

নতুন ফোনের বক্স

নতুন ফোন যে বক্সে আসে সেখানে লেখা থাকে IMEI নম্বর। আপনাকে শুধু ফোনের বক্স খুঁজে বের করতে হবে। বক্সের এক কোণে লেখা থাকে নম্বরটি। মনে রাখবেন, আপনার ফোন যদি ডুয়াল সিম হয়, তাহলে দুটি ১৫ ডিজিটের IMEI নম্বর থাকবে।

ডায়াল করুন *#06#

আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক অথবা আইফোন দুই ডিভাইসেই কাজ করবে এই পদ্ধতি। ডায়াল প্যাডে গিয়ে এই নম্বর ডায়াল করলে একটি তথ্যপূর্ণ বক্স ভেসে উঠবে। দুটি সিম থাকলে দুটি IMEI নম্বর দেখা যাবে সেখানে।

সেটিংসে গিয়ে দেখুন

আইফোন এবং অ্যান্ড্রয়েড দুই ডিভাইসের সেটিংসেই পাওয়া যাবে এই ১৫ ডিজিটের নম্বর।

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফোনের সেটিংসে গিয়ে ‘About Phone’ অপশনে ট্যাপ করতে হবে। সেখানে থাকবে IMEI নম্বর।

আইফোনের ক্ষেত্রে সেটিংসে গিয়ে ‘General’ অপশনে ট্যাপ করে ‘About’ অপশনে ক্লিক করতে হবে। নীচে স্ক্রল করলেই দেখা পাবেন IMEI নম্বর।

উপরে উল্লেখিত উপায়ে IMEI নম্বর জানার পর তা কোথাও কপি করে রাখতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন। কোনও কারণে আপনার ফোন চুরি হয়ে গেলে সেটি ব্লক করতে সাহায্য করবে। পাশাপাশি নতুন ফোন কেনার সময় তার ব্র্যান্ড, মডেল নম্বর ইত্যাদি জানতে সাহায্য করবে IMEI নম্বর।

Tags:    

Similar News