Instagram বন্ধ করছে IGTV অ্যাপ, Reels ক্রিয়েটরদের আয় বাড়ানোর ভাবনা
বিভিন্ন অ্যাপ-স্টোর থেকে এবার IGTV অ্যাপ্লিকেশন সরিয়ে নিতে চলেছে ইনস্টাগ্রাম (Instagram)। সেক্ষেত্রে মেটা (Meta) অধিকৃত এই জনপ্রিয় সামাজিক মাধ্যম তাদের দীর্ঘদিনের স্ট্যান্ডঅ্যালোন IGTV অ্যাপের জন্য সব রকমের সাপোর্ট প্রদান থেকে বিরত থাকবে। এর বদলে মূল Instagram অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতাকে আরো ঢেলে সাজানো হচ্ছে, যার সুফল পাবেন উক্ত সামাজিক মাধ্যমের সদস্যেরা। সংবাদ সংস্থা TechCrunch -এর রিপোর্টে সর্বপ্রথম উপরোক্ত খবর উঠে এসেছে।
IGTV অ্যাপের সব ফিচার পাওয়া যাবে মূল Instagram অ্যাপ্লিকেশনে
ইনস্টাগ্রামের একটি ব্লগ পোস্টের বক্তব্য, আইজিটিভি (IGTV) অ্যাপের যাবতীয় ফিচার এবং সুবিধাগুলি তারা মূল সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনে হাজির করবেন। এর ফলে ব্যবহারকারীরাও এক ছাদের তলায় ভিডিও ও অন্যান্য অভিজ্ঞতার স্বাদ লাভ করতে পারবেন। এই সিদ্ধান্ত ইনস্টাগ্রাম ব্যবহারকে আরো মসৃণ এবং অনায়াস করে তুলবে বলে ব্লগ পোস্টে দাবি করা হয়েছে। একইভাবে আগামীদিনেও এই সংস্থা সদস্যদের সহজ-সরল ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানে বদ্ধপরিকর।
Instagram -এ আসছে 'Full-screen viewer' এবং 'Tap to mute' ফিচার
উপরের রদবদল ছাড়াও ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি ফুল-স্ক্রিন ভিউয়ার এবং ট্যাপ টু মিউটের মতো ফিচার দেখা যাবে। এছাড়া সংস্থাটি বর্তমানে ওয়ান ওয়ে ভিডিও শেয়ারিং, ক্রিয়েশন টুলস একত্রীকরণ ও কনটেন্ট ডিসকভার করার নতুন নতুন উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। একইসাথে ইনস্টাগ্রামে নয়া বিজ্ঞাপনী অভিজ্ঞতা প্রদানের তোড়জোড় চলছে যা সাফল্য পেলে ক্রিয়েটরেরা তাদের রিল (Reel) ভিডিওয় প্রদর্শিত বিজ্ঞাপন থেকে অর্থ রোজগার করতে পারবেন। সেদিক থেকে বিজ্ঞাপনগুলি রিল প্রস্তুতকারকদের জন্য বাড়তি বোনাস আদায়ের পথ প্রশস্ত করবে।
এছাড়াও অবগতির জন্য জানিয়ে রাখা দরকার যে এবার থেকে ইনস্টাগ্রাম ফিডে (Feed) ব্যবহারকারীরা সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন। এর আগে একমাত্র আইজিটিভি অ্যাপে উক্ত দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যেতো এবং সেজন্য ব্যবহারকারীদের মূল অ্যাপ পরিত্যাগ করতে হতো। কিন্তু এখন মূল অ্যাপে থেকেই তারা এই কাজ করতে পারবেন।
উল্লেখ্য, নিজের Instagram ফিডে ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে হলে ইউজারকে হোম পেজের ডান দিকে অবস্থিত '+' আইকনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে মূল পেজে ৬০ সেকেন্ডের ভিডিও প্রিভিউ সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে বিজ্ঞাপনের জন্য উপযুক্ত হলে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও প্রিভিউ সুবিধা মিলবে।