Apple-র ইতিহাসে প্রথমবার, iPhone 15 Pro Max আসতে পারে পেরিস্কোপ লেন্সের সাথে
Apple iPhone 14 সিরিজ আসতে এখনো ২ মাস বাকি। কিন্তু ২০২২ সালের আইফোন লাইনআপ আত্মপ্রকাশের পূর্বেই, ২০২৩ সালের জন্য লঞ্চ-স্লট বুক করে রাখা iPhone 15 সিরিজের সম্ভাব্য ক্যামেরা ফিচার সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পেরেছি। অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও (Ming-Chi Kuo) এর মতে, iPhone 15 Pro Max হবে একমাত্র মডেল, যা ২০২৩ সালে পেরিস্কোপ লেন্স সহ আসবে। তিনি আরো বলেছেন যে, উক্ত ফোনে ৫এক্স (5x) থেকে ৬এক্স (6x) অপটিক্যাল জুমের সাপোর্ট পাওয়া যাবে। যেখানে কিনা বিদ্যমান iPhone 13 Pro মডেলের টেলিফটো লেন্স ৩এক্স (3x) অপটিক্যাল জুম এবং ১৫এক্স (15x) ডিজিটাল জুম অফার করে। প্রসঙ্গত, পূর্ববর্তী একটি রিপোর্টেও iPhone 15 সিরিজের 'Pro' মডেলে ৫এক্স (5x) অপটিক্যাল জুম সহ একটি পেরিস্কোপ ক্যামেরা উপস্থিত থাকবে বলে দাবি করা হয়েছিল।
শুধুমাত্র Apple iPhone 15 Pro Max মডেলেই দেখা যেতে পারে পেরিস্কোপ লেন্স
মিং-চি কুও দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে, ২০২৩ সালে আসন্ন আইফোন ১৫ সিরিজের প্রো ম্যাক্স মডেলেই শুধুমাত্র পেরিস্কোপ লেন্স উপস্থিত থাকবে। তিনি আরও দাবি করেছেন যে, এই পেরিস্কোপ লেন্স ২০২৪ সালে অনুমানকৃত iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনেও ব্যবহার করা হবে। এক্ষেত্রে, আইফোন ১৫ এবং আইফোন ১৬ সিরিজের মডেলগুলিতে থাকা পেরিস্কোপ লেন্সের স্পেসিফিকেশন প্রায় অনুরূপ হবে এবং এতে এফ/২.৮ অ্যাপারচার, ৫-৬এক্স অপটিক্যাল জুম ও সেন্সর-শিফ্ট সাপোর্ট সহ একটি ১/৩ ইঞ্চির ১২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
কুও প্রকাশিত এই তথ্য, আংশিকভাবে পূর্ববর্তী একটি রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেখানে দাবি করা হয়েছিল যে, ২০২৩ সালে আগত আইফোন ১৫ প্রো ফোনে ৫এক্স অপটিক্যাল জুম সহ একটি পেরিস্কোপ লেন্স দেওয়া হবে। যদিও অন্য একটি রিপোর্টে, আইফোন ১৫ সিরিজের প্রত্যেকটি মডেলেই পেরিস্কোপ লেন্স থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সাথে, এই লেন্সের প্রোডাকশন ২০২৩ সালে শুরু হবে বলেও উল্লেখ করা হয়েছিল রিপোর্টে। যদিও উক্ত তথ্যগুলি এখনও সংস্থার দ্বারা নিশ্চিত না হওয়ায়, কোনটি সঠিক তা এখনই বোঝা সম্ভব হচ্ছে না।
তবে, সম্প্রতি এবং পূর্বে প্রকাশিত রিপোর্টগুলি দেখে একটা বিষয়ে আমরা নিশ্চিত যে, অ্যাপল হয়তো তাদের প্রত্যেকটি আসন্ন আইফোন সিরিজের প্রো এবং নন-প্রো মডেলের মধ্যে ডিজাইন তথা ফিচারগত পার্থক্য বাড়ানোর কৌশল অনুসরণ করছে।
প্রসঙ্গত, অ্যাপল বর্তমানে সর্বাধিক ৩এক্স অপটিক্যাল জুম অফার করছে। আর আসন্ন iPhone 14 সিরিজেও উন্নত রিয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু ২০২২ সালে আগত আইফোন মডেলে যতই উন্নত লেন্স ব্যবহার করা হোক না কেন, ক্যামেরা বিভাগে কিন্তু অন্যান্য টেক সংস্থার তুলনায় কুপারটিনো-ভিত্তিক টেক জায়ান্টটি অনেকটাই পিছিয়ে আছে বলতেই হচ্ছে। কেননা, Samsung তাদের লেটেস্ট Galaxy S22 Ultra স্মার্টফোনকে ১০এক্স অপটিক্যাল জুম এবং ১০০এক্স 'স্পেস জুম' সহ নিয়ে এসেছে। আর এমন ক্যামেরা স্পেসিফিকেশন এখনো অব্দি অ্যাপল হ্যান্ডসেটে অন্তত দেখা যায়নি।
যাইহোক, পেরিস্কোপ লেন্স সম্পর্কিত তথ্য ছাড়াও, আইফোন ১৫ সিরিজের পেরিস্কোপ লেন্স ডেভেলপের দায়ভার পালন করতে পারে এমন সংস্থাগুলির নামও সামনে এনেছে কুও। এই তালিকায় সামিল রয়েছে - এলজি ইনোটেক (LG Innotek), কোওয়েল (Cowell), জাহওয়া (Jahwa), লার্গান (Largan) এবং ল্যান্টে অপটিক্স (Lante Optics)।