IRCTC Super App: লোকাল থেকে সংরক্ষিত টিকিট বুকিং বা বিদেশে ভ্রমন, সবকিছুর জন্য আসছে একটি অ্যাপ

Update: 2024-12-21 06:36 GMT

IRCTC Super App: ভারতীয় রেল খুব শীঘ্রই নতুন আইআরসিটিসি সুপার অ্যাপ লঞ্চ করতে চলেছে। নাম শুনেই বোঝা যাচ্ছে এই অ্যাপটি অনেক চমৎকার সব ফিচার নিয়ে আসবে। অর্থাৎ একের মধ্যে সবকিছু পাওয়া যাবে। সুপার অ্যাপে কেবল ট্রেনের টিকিট বুকিংয়ের সুবিধা থাকবে না, এর পাশাপাশি ট্রাভেল পরিষেবাও অন্তর্ভুক্ত করা হবে।

টিকিট বুকিং থেকে ভ্রমণ সব এক প্ল্যাটফর্মে

আইআরসিটিসি সুপার অ্যাপ আপনার ভ্রমণ সম্পর্কিত সমস্ত কাজের জন্য "ওয়ান-স্টপ শপ" হয়ে উঠতে চলেছে। রেলের বিভিন্ন পরিষেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে একে লঞ্চ করা হবে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) এবং আইআরসিটিসি-র যৌথ উদ্যোগে এই অ্যাপ তৈরি করা হচ্ছে। এই মাসের শেষের দিকে এটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

কী থাকবে আইআরসিটিসি সুপার অ্যাপে?

সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং: যাত্রীরা একই অ্যাপের মাধ্যমে দুই ধরনের টিকিট বুক করতে পারবেন।

প্ল্যাটফর্ম পাস কিনুন: এখন প্ল্যাটফর্ম পাসও সহজেই অনলাইনে পাওয়া যাবে।

রিয়েল-টাইম ট্রেন ট্র্যাকিং: আপনি এর মাধ্যমে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনার ট্রেনটি কোথায় পৌঁছেছে তা দেখতে সক্ষম হবেন।

খাবার ও পানীয় অর্ডার করা যাবে: ভ্রমণের সময় সরাসরি আপনার ফোন থেকে খাবার ও পানীয় অর্ডার করার সুবিধা পাওয়া যাবে।

ফিডব্যাক সুবিধা: অ্যাপটির মাধ্যমে যাত্রীরা তাদের মতামত ও পরামর্শ দিতে পারবেন।

বি 2 বি পরিষেবা: লজিস্টিক সংস্থাগুলির জন্য মালবাহী বুকিংয়ের বিকল্প পাওয়া যাবে।

Tags:    

Similar News