SMS এর জন্য রিচার্জ করতে হবে ১৭৯ টাকা! Vodafone Idea-র বিরুদ্ধে সরব Jio

By :  techgup
Update: 2021-12-03 07:44 GMT

Vodafone Idea-র বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ আনল দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio। সম্প্রতি Jio টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে (TRAI) চিঠি লিখে জানিয়েছে যে, Vodafone Idea বা Vi-এর নতুন প্রিপেইড প্ল্যানগুলি ব্যবহারকারীদের অন্য নেটওয়ার্কে পোর্ট করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। Jio, নিয়ন্ত্রককে জানিয়েছে যে, Vodafone Idea-র নতুন ট্যারিফ স্ট্রাকচার অনুযায়ী, এখন এন্ট্রি-লেভেল প্ল্যান ব্যবহারকারীরা যদি তাদের মোবাইল নম্বর অন্য নেটওয়ার্কে পোর্ট করতে চান, তাহলে সেই কাজ করা খুব একটা সহজ হবে না।

উল্লেখ্য যে, গত মাসের শেষের দিকে ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড ট্যারিফ ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ভিআই ২৮ দিনের মেয়াদ সহ এন্ট্রি-লেভেল প্ল্যানটির দাম ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা করেছে।কিন্তু মুশকিল হল, এই এন্ট্রি-লেভেল প্ল্যানটিতে এসএমএস-এর সুবিধা উপলব্ধ নয়। সেক্ষেত্রে ব্যবহারকারীদের এসএমএস পরিষেবাগুলির অ্যাক্সেস পেতে প্রায় ১৮০ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। যেহেতু অন্য নেটওয়ার্কে পোর্ট করতে গেলে এসএমএস ফেসিলিটির প্রয়োজন হয়, এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড ১৭৯ টাকা বা তার বেশি দামের প্ল্যানগুলিতে এসএমএস পরিষেবা প্রদান করে, তাই অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে পারেন।

কারণ শুধুমাত্র এসএমএস-এর জন্য ১৭৯ টাকা রিচার্জ করে পোর্ট করার ঝামেলা অনেক ইউজারই নিতান্তই বাজে খরচ হিসেবে মনে করতেই পারেন। তার চেয়েও বড়ো কথা হল, ১৭৯ টাকা দিয়ে রিচার্জ করে যদি অন্য মোবাইল নেটওয়ার্কে যাওয়া হয়, তাহলে ১৭৯ টাকার প্ল্যানটির বেনেফিটও উপভোগ করা গেল না। অর্থাৎ টাকাটা পুরো বেকার গচ্ছা যাবে! তাই এই কারণে অনেক ইউজারই অন্য নেটওয়ার্কে পোর্ট করার কথা নাও ভাবতে পারেন। এই বিষয়টিকে প্রত্যক্ষ করেই রিলায়েন্স জিও ভোডাফোন আইডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে।

NGO Telecom Watchdog-ও Vi-এর নতুন ট্যারিফ প্ল্যান কার্যকর হওয়ার দিন একই বিষয়কে কেন্দ্র করে TRAI-এর কাছে অভিযোগ দায়ের করেছিল। অন্যান্য নেটওয়ার্কে পোর্ট করা থেকে গ্রাহকদের বিরত রাখতে Vodafone Idea-র এই কলাকৌশল তাদেরও বেশ বিব্রত করেছে। সেইসাথে তারা জানিয়েছে, বিষয়টি যে কীভাবে TRAI-এর নজর এড়িয়ে গেল, তাতে তারা সত্যিই বিস্মিত। কারণ গ্রাহক ধরে রাখতে Vi-এর এই অত্যাশ্চর্য ফন্দিফিকির অনেক আগেই TRAI-এর নজরে আসা উচিত ছিল। যাইহোক, এবার দুপক্ষের অভিযোগই তাদের কাছে গিয়ে জমা পড়েছে। এখন TRAI, Vodafone Idea-র বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় এবার সেটাই দেখার।

Tags:    

Similar News