Jio HP Sim Laptop: এইচপি ল্যাপটপ ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা করল রিলায়েন্স জিও
ভারতের প্রথমসারির টেলিকম সংস্থা Reliance Jio, আমেরিকার ল্যাপটপ ব্র্যান্ড, HP এর সাথে হাত মিলিয়ে একটি বিশেষ অফারের ঘোষণা করলো। Jio তাদের এই লেটেস্ট অফারকে 'HP Smart SIM Laptop' নাম দিয়েছে, যার অধীনে HP Smart SIM ব্যবহার করে ১ বছরের বৈধতা সম্পন্ন ১,৫০০ টাকার সমতুল্য ১০০জিবি ডেটার অ্যাক্সেস বিনামূল্যে পাওয়া যাবে। তবে এই স্কিমটি বাছাই করা কয়েকটি HP LTE ল্যাপটপের সাথেই প্রযোজ্য থাকছে এবং খরিদ্দারীর পর গ্রাহকেরা যদি একটি নতুন Jio সিমের জন্য সাবস্ক্রাইব করেন তবেই শুধুমাত্র ফ্রি ডেটা প্রদান করা হবে। সেক্ষেত্রে, আলোচ্য অফারের সাথে উপলব্ধ ল্যাপটপ মডেলগুলি হল - HP 14ef1003tu এবং HP 14ef1002tu। এগুলির দাম ৪৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
প্রসঙ্গত, প্রদত্ত ১০০ জিবি ডেটা একবার নিঃশেষ হয়ে গেলে, অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত তুলনায় ধীর অর্থাৎ ৬৪Kbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে হবে। তবে, HP Smart SIM ব্যবহারকারীরা হাই-স্পিডের ৪জি ডেটা উপভোগের জন্য MyJio অ্যাপ বা Jio.com সাইটে উপলব্ধ ডেটা প্যাক বা প্ল্যানগুলির মধ্যে যেকোনো একটি রিচার্জ করতে পারেন৷ আগ্রহীদের জানিয়ে রাখি, 'Jio HP Smart SIM Laptop' অফারটির লাভ আপনারা অফলাইন রিলায়েন্স ডিজিটাল স্টোরের পাশাপাশি অনলাইন reliancedigital.in বা JioMart.com ওয়েবসাইটের মাধ্যমে তুলতে পারবেন।
Reliance Digital stores থেকে এই ভাবে অফারের লাভ ওঠান
• রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে একটি নতুন এইচপি স্মার্ট সিম ল্যাপটপ কিনুন।
• এরপর রিলায়েন্স ডিজিটাল স্টোর এক্সিকিউটিভকে HP Smart LTE 100GB Data অফারের অধীনে একটি নতুন জিও সিম সক্রিয় করতে বলুন। (অফার নাম : FRC 505)
• ডকুমেন্টেশনের জন্য আপনার POI (Proof of Identity) এবং POA (Proof of Address) বিবরণ দিন।
• সফলভাবে জিও সিম সক্রিয় হয়ে গেলে, আপনার নতুন কেনা HP স্মার্ট সিম ল্যাপটপে সেটিকে ইন্সার্ট বা ঢুকিয়ে দিন৷
Reliancedigital.in বা JioMart.com থেকে এই ভাবে অফারের লাভ ওঠান
• অনলাইনের মাধ্যমে একটি নতুন LTE এইচপি ল্যাপটপ কেনার ৭দিনের মধ্যে অর্থাৎ ডেলিভারি হওয়ার পরমুহূর্তেই, বিল বা ইনভয়েস এবং ল্যাপটপ সহ নিকটস্থ রিলায়েন্স ডিজিটাল স্টোরে যান৷
• এবার, HP Smart Sim laptop 100GB data অফারের (FRC 505) অধীনে নতুন জিও সিম সক্রিয় করতে বলুন স্টোর এক্সিকিউটিভকে।
• ডকুমেন্টেশনের জন্য আপনার POI (Proof of Identity) এবং POA (Proof of Address) বিবরণ দিন।
• জিও সিমের সফল সক্রিয়করণের পর আপনার সদ্য কেনা ল্যাপটপে এইচপি স্মার্ট সিম ইন্সার্ট করে দিন৷