এক রিচার্জেই সারাবছর ২.৫ জিবি ডেটা, Jio আনল নতুন দুটি প্রিপেইড প্ল্যান
বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়ায় অভ্যস্ত গ্রাহকদের সুবিধার্থে বাজারে সম্পূর্ণ নতুন দুটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করলো রিলায়েন্স জিও (Reliance Jio)। সংস্থার পরিষেবা ব্যবহারকারী যে সব গ্রাহকের ডেটা চাহিদা অপেক্ষাকৃত বেশি তারা আলোচ্য নতুন প্ল্যানদ্বয়ের মধ্যে যে কোনও একটি বিকল্প রিচার্জ করতে পারেন। বাজারে এদের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ২,৮৭৮ টাকা এবং ২,৯৯৮ টাকা। উল্লেখ্য, কেবলমাত্র ডেটা প্যাক হওয়ার কারণে Reliance Jio'র উক্ত প্ল্যান দুটি কোনওরকম কলিং বা এসএমএস সুবিধা প্রদান করবে না। আসুন প্ল্যানগুলির সুবিধা দেখে নেওয়া যাক।
২,৮৭৮ টাকার Reliance Jio প্রিপেইড প্ল্যানের সুবিধা
এই প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা খরচ করার ছাড়পত্র পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। অর্থাৎ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকেরা পুরো একবছরের জন্য তাদের ডেটা ব্যবহার সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারবেন। জিও'র আলোচ্য প্ল্যানের সঙ্গে তারা মোট ৭৩০ জিবি (৩৬৫x২) ডেটা পেয়ে যাবেন। ফেয়ার ইউজেস পলিসি বা এফইউপি সীমা অতিক্রমের পর এই প্ল্যান গ্রাহকদের ৬৪ কেবিপিএস (Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে।
২,৯৯৮ টাকার Reliance Jio প্রিপেইড প্ল্যানের সুবিধা
২,৯৯৮ টাকার বিনিময়ে উপলব্ধ জিও প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে দৈনিক ২.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও ৩৬৫ দিন। সুতরাং এটি বেছে নিলে রিচার্জকারীরা সর্বমোট ৯১২.৫ জিবি (৩৬৫x২.৫) ইন্টারনেট ডেটা খরচের সুযোগ পাবেন। এফইউপি সীমা অতিক্রমের পর এখানেও ইন্টারনেট গতি ৬৪ কেবিপিএসে নেমে আসবে।
উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে Jio'র আলোচ্য প্ল্যানদুটি ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়ায় কর্মরতদের ভারী ডেটা চাহিদা মেটানোর ক্ষেত্রে বেশ কার্যকরি হতে পারে। স্ট্যান্ডঅ্যালোন ভ্যালিডিটির সাথে বাজারে আসার ফলে এরা গ্রাহকের বেস প্রিপেইড প্ল্যানের বৈধতা ফুরোনোর পরেও সক্রিয় থাকবে। আগ্রহীরা Reliance Jio'র অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio অ্যাপ থেকে প্ল্যানদুটি রিচার্জ করতে পারবেন। সেক্ষেত্রে আগামীদিনে গ্রাহকদের মধ্যে এরা কতটা জনপ্রিয় হয় সে কথা সময়ই বলবে।