BSNL কে হারিয়ে দিয়ে ব্রডব্যান্ড পরিষেবায় ভারত সেরা Reliance Jio, পিছিয়ে নেই Airtel-ও

Update: 2022-01-19 13:54 GMT

৪জি নেটওয়ার্ক লঞ্চের কিছু সময়ের পরই Reliance Jio (রিলায়েন্স জিও)-র ঝুলিতে যুক্ত হয়েছিল শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের খেতাব! তবে এবার ফিক্সড-লাইন ব্রডব্যান্ড (Fixed line broadband) পরিষেবার বাণিজ্যিক রোল আউটের প্রায় দুই বছরের মধ্যে, ২০ বছরের পুরনো রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL (বিএসএনএল) অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডকে পেছনে ফেলে সেরা সার্ভিস প্রোভাইডার হিসেবে উঠে এল মুকেশ আম্বানির সংস্থাটি।

মঙ্গলবার প্রকাশিত ট্রাই (TRAI)-এর রিপোর্ট অনুযায়ী, জিও, এখন ৪.৩৪ মিলিয়ন গ্রাহকের সাথে ফিক্সড-লাইন ব্রডব্যান্ড সেগমেন্টে নেতৃত্ব দিচ্ছে, যা শুরু থেকেই বিএসএনএলের দখলে ছিল। কারণ রিলায়েন্স জিওর ফিক্সড-লাইন ব্রডব্যান্ড গ্রাহক বেস অক্টোবরে ৪.১৬ মিলিয়ন থেকে নভেম্বর মাসে ৪.৩৪ মিলিয়নে বেড়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিএসএনএলের গ্রাহক সংখ্যা অক্টোবরে ৪.৭২ মিলিয়ন থেকে কমে নভেম্বরে ৪.২ মিলিয়নে নেমে এসেছে।

এই প্রসঙ্গে বলে রাখি, Jio , ২০১৯ সালের সেপ্টেম্বরে ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা শুরু করে। ওই সময় বিএসএনএলের ওয়্যারড ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ছিল ৮.৬৯ মিলিয়ন। তাই এই কয়েক মাসে জিও যে বেশ চমকপ্রদ সাফল্য পেয়ে বাজার দখল করেছে তা আর বলার অপেক্ষা রাখে না!

তবে শুধু জিও নয়, Bharti Airtel-এর ফিক্সড লাইন ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা নভেম্বরে বেড়ে ৪.০৮ মিলিয়নে পৌঁছেছে। এক্ষেত্রে সংস্থার ওয়্যারড ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর বৃদ্ধির গতি দেখে আশা করা হচ্ছে, তারাও শীঘ্রই BSNL কে ছাড়িয়ে যাবে। উল্লেখ্য, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) জানিয়েছে, নভেম্বরে দেশে ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা বেড়ে ৮০১.৬ মিলিয়নে দাঁড়িয়েছে।

Tags:    

Similar News