Kia ভারতে তৈরি এক লাখের বেশি Seltos ও Sonet SUV বিশ্বজুড়ে ৯১টি দেশে রপ্তানি করে নজির গড়ল

By :  SHUVRO
Update: 2022-02-07 13:30 GMT

ভারত থেকে ১ লাখের বেশি সেল্টস (Seltos) এবং সনেট (Sonet) গাড়ি বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করল কিয়া ইন্ডিয়া (Kia India)। দেশের বাজারে যাত্রা শুরুর আড়াই বছরের কম সময়ে এসইউভি শ্রেণীর গাড়িগুলি ৯০-এর বেশি দেশে রপ্তানির মাধ্যমে ওই নয়া মাইলস্টোনে পৌঁছেছে তারা।

দক্ষিণ কোরিয়ার সংস্থাটির ভারতীয় শাখার তরফে থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯-এর সেপ্টেম্বরে সেল্টস-এর মাধ্যমে রপ্তানির সূচনা হয়েছিল। তারপর ২০২১-এর জানুয়ারি পর্যন্ত সেল্টস ও সনেট মিলিয়ে ১,১০,৭৩৪ ইউনিট রপ্তানি হয়েছে মধ্য প্রাচ্য, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা, মেক্সিকো, এশিয়া প্যাসিফিক অঞ্চলে।

বিশ্ববাজারে আবার সাব-কম্প্যাক্ট সনেট-এর চেয়ে সেল্টস বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কারণ রপ্তানিতে সেল্টস ও সনেট এসইউভির অবদান যথাক্রমে ৭৭ শতাংশ ও ২৩ শতাংশ। শুধু গত বছরেই ৪৬,৬২১টি সেল্টস ও সনেট বিদেশে রপ্তানি হয়েছে। ২০২০-এর তুলনায় রপ্তানি ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই প্রসঙ্গে কিয়া ইন্ডিয়ার এমডি এবং সিইও তাই-জিন-পার্ক বলেন, "শুধুমাত্র বিক্রির মাপকাঠিতে কিয়া কর্পোরেশনের কাছে ভারত গুরুত্বপূর্ণ নয়। পাশাপাশি ভারতকে একটি উৎপাদন এবং রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বে এসইউভির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমাদের অনন্তপুর কারখানাটি কম্প্যাক্ট এবং মাঝারি আকারের এসইউভির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।"

Similar News