2022-এর জানুয়ারিতে Kia ভারতে 19,319 টি গাড়ি বেচল, Seltos SUV-এর অবদান বিক্রিতে সর্বাধিক

By :  SHUVRO
Update: 2022-02-05 06:47 GMT

২০২২-এর জানুয়ারিতে কতগুলি গাড়ি বিক্রি হয়েছে, তার পরিসংখ্যান পেশ করল কিয়া ইন্ডিয়া (Kia India)। দক্ষিণ কোরিয়ার সংস্থাটির ভারতীয় শাখা গত মাসে দেশের বাজারে ১৯,৩১৯টি গাড়ি বিক্রি করেছে। ২০২১-এর জানুয়ারিতে তারা বেচেছিল ১৯,০৫৬টি গাড়ি। অর্থাৎ গত বছরের একই সময়ে তুলনায় ১.৪% বিক্রি বেড়েছে।

প্রতিবারের মতো জানুয়ারি মাসেও সেল্টস (Seltos) সংস্থার সর্বাধিক বিক্রিত গাড়ি। পাশাপাশি এটি ভারতের বাজারে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হওয়া মাঝারি আকৃতির এসইউভি গাড়িগুলির মধ্যে অন্যতম। গত মাসে ১১,৪৮৩টি সেল্টস মডেলের গাড়ি বেচেছে কিয়া।

কিয়া-র তরফ থেকে আরও জানানো হয়েছে যে, ভারতে যাত্রা শুরু করার আড়াই বছরের মধ্যে ৩.৯ লক্ষতম বিক্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা। যে কৃতিত্ব দেশের গাড়ি বাজারে কিয়া-র মতো নতুন সংস্থাকে সাহস জোগাবে। সংস্থার আশা, বছরের দ্বিতীয়ার্ধে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

ভারতে কিয়া-র বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান হরদীপ ব্রার বলেন, বিক্রিতে ইতিবাচক বৃদ্ধি এবং একটি নতুন মডেল নিয়ে আমরা নতুন বছরে যাত্রা শুরু করলাম। জানুয়ারিতে সত্যিই আমরা অপ্রতিরোধ্য ছিলাম। এক দিনে কিয়া কারেন্স-এর ৭,৭৩৮টি বুকিং তার বড় প্রমাণ।

Similar News