জালিয়াতে রুখতে সাহায্য করবে AI স্মার্টফোন, বড় চমক নিয়ে হাজির Meizu
এখনকার দিনে প্রচুর কোম্পানি তাদের বিভিন্ন প্রোডাক্টের নামের পাশে 'এআই' শব্দ বসাচ্ছে। কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে এআই শব্দের ব্যবহার স্বাবাভিকভাবেই ক্রেতাদের আকর্ষণ করছে। চীনা স্মার্টফোন ব্র্যান্ড এখন এমনই একটি ফোন লঞ্চ করেছে, যার নাম মেইজু ২০ এআই। নতুন এই মডেলটির দাম সাধ্যের মধ্যে ও প্রতিদিনের কাজ করার জন্য ভাল পারফরম্যান্স সরবরাহ করবে।
মেইজু ২০ এআই ফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫,৯০০ টাকা। এটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনেও উপলব্ধ। দাম ২২০ ডলার (প্রায় ১৮,৪০০ টাকা)। এই ডিভাইসটি বেশ কিছু অতিরিক্ত এআই ফিচার্স অফার করবে ক্রেতাদের।
স্পেসিফিকেশনের কথা বললে, মেইজু ২০ এআই মডেলে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে ইউনিসক টি৭৬৫ প্রসেসর৷ ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। এটি মুনলাইট হোয়াইট, অবসিডিয়ান ব্ল্যাক, ও লুমিনাস পার্পল কালার অপশনে এসেছে।
মেইজু ২০ এআই বেশ কিছু এআই ফিচার্স পেয়েছে যা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনেও রয়েছে। ফোনটি এআই দিয়ে ছবি তৈরি এবং ইমেজ এক্সপ্যান্ড করতে সক্ষম। মেসেজে তাৎক্ষণিক এআই জেনারেটেড উত্তর প্রদান করতে পারে এবং টাইপ করার সময় এআই অ্যাসিস্ট্যান্স অফার করে। এছাড়া, জালিয়াতি রোধ করতে ফিশিং মেসজ এবং সন্দেহজনক কল সনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে।