একমাস আগে কেনা Motorola স্মার্টফোনে বিস্ফোরণ, পুড়ে ছারখার পিছনের অংশ

By :  techgup
Update: 2024-09-06 13:22 GMT

গত কয়েক সপ্তাহে একের পর এক বিভিন্ন ফোনে সমস্যার কথা সামনে আসছে। কিছুদিন আগে ওয়ানপ্লাস স্মার্টফোনের মাদারবোর্ডে সমস্যার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গতকাল আবার Motorola-র একটি স্মার্টফোনে আগুন ধরে যায় বলে একজন এক্স ব্যবহারকারী জানিয়েছেন। এই ফোনটি তিনি মাত্র এক মাস আগে কিনেছিলেন।

রামবাবু সোলাঙ্কি নামে ওই ব্যক্তি এক্স প্ল্যাটফর্মে একটি স্মার্টফোনের পোড়া পিঠের ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, 'ছবিতে দেখতে পাওয়া Moto G34 5G ফোন ব্লাস্ট করেছে।' তিনি পোস্টে একটি বিলও শেয়ার করেছেন, যেখানে লেখা আছে স্মার্টফোনটি এই বছরের জুলাই মাসে কেনা হয়েছিল।

https://twitter.com/Rambabu0123456/status/1831696445847826671

পোস্টে রামবাবু স্মার্টফোন সম্পর্কে আর কোনো তথ্য দেননি। প্রসঙ্গত ফোনে আগুন ধরে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে ব্যাটারির কারণেই বেশিরভাগ সময়ে ফোনে আগুন ধরে যায়। চলুন কোন কোন কারণে স্মার্টফোনে বিস্ফোরণ হতে পারে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : Vivo Y37 Pro মিড রেঞ্জে লঞ্চ হল, 8 জিবি র‌্যাম, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে 6000mAh ব্যাটারি

স্মার্টফোনে বিস্ফোরণ ‌বা ব্যাটারিতে আগুন ধরার কারণ

প্রসেসর ওভারলোড: অনেক সময় আমরা ফোনে বেশি চাপ দিয়ে ফেলি। এমন পরিস্থিতিতে ফোনের প্রসেসর ওভারলোডেড হয়ে যায় এবং স্মার্টফোন বিস্ফোরণের আশঙ্কা অনেক বেড়ে যায়।

ফোন জলের থেকে দূরে রাখুন: সব হ্যান্ডসেট এখনো ওয়াটারপ্রুফ নয়, যার কারণে জল ঢুকে ব্যাটারি নষ্ট করতে পারে এবং একসময় ব্যাটারি ফেটে যেতে পারে।

থার্ড পার্টি চার্জার ব্যবহার: এটি একটি সাধারণ ভুল যা বেশিরভাগ মানুষই করে থাকেন। অরিজিনাল চার্জার ছাড়াও অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করলে তা বিপজ্জনক হতে পারে। অনেক সময় থার্ড পার্টি চার্জার দিয়ে ফোন চার্জ করায় বিস্ফোরণের ঘটনা ঘটতে দেখা গেছে।

আরও পড়ুন : সস্তায় 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor Play 9T, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

সারারাত চার্জ দেওয়া: আমাদের বেশিরভাগেরই ঘুমানোর সময় ফোন চার্জে বসিয়ে রাখার অভ্যাস রয়েছে। এর ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হতে পারে এবং ফেটে যেতে পারে।

Tags:    

Similar News