ফের প্রতারণার শিকার WhatsApp ইউজার, ইনভেস্টের নামে চলছে চরম জালিয়াতি
হোয়াটসঅ্যাপে জালিয়াতি দ্রুত বাড়ছে। একের পর এক হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার খবর সামনে আসছে। সম্প্রতি মুম্বাইয়ে একটি প্রতরণার ঘটনা ঘটেছে। ভুয়ো ইনভেস্টমেন্ট অ্যাপের ফাঁদে ফেলে একজনের থেকে ৯০ লক্ষ টাকা হাতিয়েছে জালিয়াতরা। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের বাসিন্দাকে প্রথমে জালিয়াতরা বিদেশী এক্সপার্টদের একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন। এই গ্রুপে কম সময়ে বেশি মুনাফা অর্জনের জন্য গ্রুপ মেম্বারদের ইনভেস্টমেন্ট টিপস দেওয়া হত।
এরপর প্রতারিত এই ভুয়ো গ্রুপের নাম এবং এতে দেওয়া তথ্য দেখে আকৃষ্ট হন এবং বিনিয়োগে রাজি হয়। এরপর জালিয়াতরা তাকে একটি 'Institutional Trading Account' খুলতে প্ররোচিত করতে শুরু করে এবং ব্যবহারকারীকে প্লে স্টোর থেকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়। অ্যাপটি ডাউনলোড করার পর জালিয়াতরা ওই ব্যক্তিকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯০ লক্ষ টাকা জমা দিতে বলে।
এরপর তার আস্থা জিততে, জালিয়াতরা তাকে শুরুতে 15 কোটি টাকা আয়ের ভুয়ো তথ্য দেখায়। কিছুদিন পরে সেই টাকা ট্রান্সফার করতে গিয়ে প্রতারিত বুঝতে পারেন তাকে ফাঁসানো হয়েছে। প্রতারকরা তার অ্যাকাউন্ট ব্লক করে দেয় এবং লাভের 10% ভাগ বা প্রায় 1.45 কোটি টাকা দাবি করে। এরপর প্রতারিত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
হোয়াটসঅ্যাপে ইনভেস্টমেন্ট প্রতারণা থেকে নিজেকে কীভাবে নিরাপদ রাখবেন
1- বিনিয়োগ স্কিমগুলিকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং অজানা নম্বর থেকে প্রাপ্ত মেসেজকে যাচাই করবেন। ইনভেস্টমেন্ট কোম্পানিগুলি এভাবে ভুয়ো মেসেজ পাঠিয়ে ইনভেস্ট করতে বলে না।
2- বিনিয়োগ সংক্রান্ত যেকোনো কথোপকথন শুরু করার আগে মেসেজ প্রেরকের পরিচয় যাচাই করে নিন। রেজিস্টার্ড কোম্পানির হলে আপনি অ্যাকাউন্টে একটি নীল চেকমার্ক দেখতে পাবেন।
3- যদি আপনাকে কোনও মেসেজ পাঠিয়ে বা কল করে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগের জন্য প্ররোচিত করা হয়, তবে অবিলম্বে সতর্ক হন। এছাড়াও, যদি কেউ আপনাকে ভাল রিটার্নের নিশ্চয়তা দেয় তবে আপনি অতি সহজে বিশ্বাস করবেন না।